পৃথিবী 

 পৃথিবী
পৃথিবীর আনুমানিক বয়স৪৫৩ কোটি বছর বা ৪৫৩০ মিলিয়ন বছর।
পৃথিবীর আপেক্ষিক গুরুত্ব৫.৫
পৃথিবীর ব্যাসবিষুবরেখায় : ১২৭৫৬ কিঃমিঃ (৭৯২৬ মাইল)।
উত্তর দক্ষিণে: ১২৭১৫ কিঃমিঃ (৭৯০১ মাইল)।
পৃথিবীর পরিধি২৪৯০২ মাইল বা ৪০০৯২ কিমি।
পৃথিবীর আকৃতিঅভিগত গোলক (Oblate Spheroid) : অভিগত গোলক অর্থ উত্তর দক্ষিণে সামান্য চাপা এবং পূর্ব-পশ্চিমে সামান্য স্ফীত। আহ্নিক গতির জন্য পৃথিবীর আকৃতি এ রূপ হয়েছে ।
পৃথিবীর আয়তন৫১,০১,০০,৫০০ বর্গকিলোমিটার
স্থলভাগের আয়তন১৪,৮৯,৫০,৮৬০ বর্গকিলোমিটার (২৯.২%)
জলভাগের আয়তন৩৬,২৮,৫৩ ১৪০ বর্গকিলোমিটার (৭০.৮%)
পৃথিবীর সর্ব-উত্তরের বিন্দু (মূলভূমি)কাফেকলুবেন দ্বীপ (গ্রিনল্যান্ডের উত্তরে)
পৃথিবীর সর্বদক্ষিণের বিন্দুদক্ষিণ মেরু (South Pole)
পৃথিবীর উচ্চতম স্থান (প্রাকৃতিক)মাউন্ট এভারেস্ট, নেপাল
পৃথিবীর নিম্নতম স্থান (প্রাকৃতিক)চ্যালেঞ্জার ডিপ (মারিয়ানা ট্রেঞ্চ)
ভূমিতে পৃথিবীর নিম্নতম স্থানমৃত সাগর
বিশ্বে মোট রাষ্ট্রের সংখ্যা২৩৩ টি
বিশ্বে মোট স্বাধীন দেশের সংখ্যা১৯৫ টি । সর্বশেষ স্বাধীন দেশ- দক্ষিণ সুদান
পৃথিবী থেকে চন্দ্র ও সূর্যের গড় দূরত্ব যথাক্রমে৩,৮৪,৪০০ ও প্রায় ১৫ কোটি কিলোমিটার।
পৃথিবীর উপর কার আকর্ষন বেশিচন্দ্রের । সূর্য চন্দ্রের তুলনায় অনেক বড় হলেও নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী পৃথিবীর প্রতি চন্দ্রের টান বেশি হয়। কারণ এ বল দূরত্ব বর্গের ব্যাস্তানুপাতে কমে ।
Shopping Cart
error: Content is protected !!
Scroll to Top