Question 01
আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
- A৩টি
- B২টি
- C৫টি
- D৪টি
ব্যাখ্যা:২৩ জানুয়ারি ২০২০ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত চারটি অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করে। • রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। • মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। আদালত বলেছে, সেনাবাহিনী কিংবা অন্য যে কোন ধরণের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। • রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, সে সংক্রান্ত তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে। • রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার কী ধরণের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চারমাসের মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জমা দিতে হবে। এরপর প্রতি ছয়মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে। এসব প্রতিবেদন গাম্বিয়ার কাছে তুলে ধরা হবে।
Question 02
কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
- Aক্যামেরুন এবং ইথিওপিয়া
- Bপেরু এবং ভেনেজুয়েলা
- Cইথিওপিয়া এবং ইরিত্রিয়া
- Dমালি ও সেনেগাল
ব্যাখ্যা:২০১৯ সালে ইথিওপিয়া প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ইথিওপিয়া ও ইরিত্রিয়ার দীর্ঘ দিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য এই সম্মাননা লাভ করেন।
Question 03
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
- A১৯১২ সালে
- B১৯১৩ সালে
- C১৯১৪ সালে
- D১৯১৫ সালে
ব্যাখ্যা:১৯০৫ সালে বেঙ্গল প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুই ভাগ করার ফলে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়। ব্যাপক আন্দোলনের ফলে ১৯১১ সালে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করেন এবং ১৯১২ সালে রাজধানী কলকতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। (ঘোষণা দেওয়া হয় ১৯১১ সালের ডিসেম্বরে)।
Question 04
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
- A১৯৪৪ সালে
- B১৯৪৫ সালে
- C১৯৪৮ সালে
- D১৯৪৯ সালে
ব্যাখ্যা:১৯৪৪ সালের ২২ জুলাই ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যেমে বিশ্ব ব্যাংক এবং IMF প্রতিষ্ঠা করার কথা আনুষ্ঠানিক ভাবে বলা হয়। যার ফলে ২৭ ডিসেম্বর ১৯৪৫ সালে IMF গঠিত হয়।এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০। (IMF ওয়েবসাইট অনুযায়ী)।
Question 05
জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে ‘Pandemic’ ঘোষণা করেছে?
- AECOSOC
- BFAO
- CWHO
- DHRC
ব্যাখ্যা:৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ে। ১১ মার্চ ২০২০ WHO কোভিড-১৯ কে Pandemic ঘোষণা করে।
Question 06
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
- A২৫০০
- B১৯৯১
- C১৯৫০
- D১৮৯০
ব্যাখ্যা:ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের জন্য ন্যূনতম ১৯৯১ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন। ২০২০ সালে জো বাইডেন ২৬৮৭ জন প্রতিনিধির সমর্থন লাভ করে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হন।
Question 07
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
- Aসুইডেন
- Bমার্কিন যুক্তরাষ্ট্র
- Cযুক্তরাজ্য
- Dজার্মানি
ব্যাখ্যা:ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী বিশ্ব সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
Question 08
সামরিক ভাষায় ‘WMD’ অর্থ কী?
- AWeapons of Mass Destruction
- BWorldwide Mass Destruction
- CWeapons of Missile Defence
- DWeapons for Massive Destruction
ব্যাখ্যা:Weapons of Mass Destruction বা গণবিধ্বংসী অস্ত্র। ২০০৩ সালে WMD আছে এমন অভিযোগে ইঙ্গ-মার্কিন জোট ইরাকে আক্রমণ করে।
Question 09
২০২০ সালে প্রকাশিত ‘আইনের শাসন’ সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
- Aডেনমার্ক
- Bনরওয়ে
- Cজার্মানি
- Dসিঙ্গাপুর
ব্যাখ্যা:২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ ডেনমার্ক এবং সর্বনিম্ন দেশ ভেনিজুয়েলা। ২০২২ সালে আইনের শাসনের সূচকে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৭ তম। সাতটি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসনের এই সূচক করা হয়।
Question 10
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
- Aদক্ষিণ আমেরিকা
- Bআফ্রিকা
- Cমধ্যপ্রাচ্য
- Dইউরোপ
ব্যাখ্যা:দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় ১৫ শতকে যে সভ্যতা গড়ে উঠেছিলো তা ইনকা সভ্যতা নামে পরিচিত। ইনকা শব্দের অর্থ ‘সূর্যের সন্তান’। এখানকার সম্রাটগণ তাদের বসবাসের জন্য মাচুপিচু তৈরি করেন। এটিকে সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। এ সভ্যতার ব্যাপ্তিকাল ছিল প্রায় ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
Question 11
নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
- Aকিউবা
- Bভিয়েতনাম
- Cউজবেকিস্তান
- Dসোমালিয়া
ব্যাখ্যা:১৯৭৯ সালে ভিয়েতনামে সোভিয়েত ইউনিয়ন Cam Ranh Air Base & Naval Base স্থাপন করে। রাশিয়া ২০১৩ সালে নৌঘাটি এবং ২০১৪ সালে বিমান ঘাটির কার্যক্রম স্থগিত ঘোষণা করলেও সেখানে লজেস্টিক সাপ্লাই এর কাজ করে যাচ্ছে। বর্তমানে সুদানেও নৌঘাঁটি স্থাপন করেছে রাশিয়া।
Question 12
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
- Aরাশিয়া
- Bডেনমার্ক
- Cসুইডেন
- Dইংল্যান্ড
ব্যাখ্যা:ফিনল্যান্ড উত্তর দিকে স্থলবেষ্টিত। উত্তরে নরওয়ে ও পূর্বে রাশিয়ার সাথে এর সীমান্ত আছে। দক্ষিণে ফিনল্যান্ড উপসাগর এবং পশ্চিমে বথনিয়া উপসাগর। ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সবসময় দিন থাকে। ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয়, কিন্তু বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবেই বিদ্যমান ছিল। ৭০০ বছর সুইডেনের অধীনে শাসিন হবার পর ১৮০৯ সালে এটি রুশদের করায়ত্ত হয়। রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়।
Question 13
এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- Aজিব্রাল্টার প্রণালী
- Bবসফরাস প্রণালী
- Cবাবেল মান্দেব প্রণালী
- Dবেরিং প্রণালী
ব্যাখ্যা:বাবেল মান্দেব প্রণালী লোহিত সাগরে অবস্থিত। এটি লোহিত সাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। এর পশ্চিমে জিবুতি এবং পূর্বে ইয়ামেন অবস্থিত। এটি এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে।
Question 14
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
- AWTO
- BMIGA
- CWorld Bank
- DUNCTAD
ব্যাখ্যা:উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণের জন্য ১৯৬৪ সালে UNCTAD গঠিত হয়। এটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
Question 15
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
- Aনাইজেরিয়া
- Bগাম্বিয়া
- Cবাংলাদেশ
- Dআলজেরিয়া
ব্যাখ্যা:১১ নভেম্বর ২০১৯ আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। মামলার নেতৃত্ব দেন গাম্বিয়ার বর্তমান আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর মারি তাম্বাদু।
Question 16
কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
- Aরুয়ান্ডা
- Bসিয়েরালিয়ন
- Cসুদান
- Dলাইবেরিয়া
ব্যাখ্যা:পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিয়ন। সেখানে জাতিগত সংঘাত নিরসনে বাংলাদেশের সেনা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যার ফলশ্রুতিতে সিয়েরালিয়ন সরকার বাংলাকে সে দেশের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করে।
Question 17
জাতিসংঘ নামকরণ করেন-
- Aরুজভেল্ট
- Bস্টালিন
- Cচার্চিল
- Dদ্যা গল
ব্যাখ্যা:২৪ অক্টোবর ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। ১২ই জুন ১৯৪১ সালে লন্ডন ঘোষণার মাধ্যমে এর প্রাথমিক উদ্যোগ গৃহীত হয়। আটলান্টিক সনদের মাধ্যমে জাতিসংঘ প্রস্তাব গৃহীত হয়। এর নামকরণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট। ১ জানুয়ারি ১৯৪২ সালে জাতিসংঘ ঘোষণায় এ নাম প্রথম ব্যবহৃত হয়।
Question 18
কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
- Aসৌদি আরব
- Bমালয়েশিয়া
- Cপাকিস্তান
- Dতুরস্ক
ব্যাখ্যা:North Atlantic Treaty Organization (NATO). ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ৩০। তুরস্ক ও আলবেনিয়া মুসলিম রাষ্ট্র হয়েও ন্যাটোর সদস্য। তুরস্ক সৈন্যসংখ্যায় ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য।
Question 19
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- A১৯৪৫ সালে
- B১৯৪৯ সালে
- C১৯৪৮ সালে
- D১৯৫১ সালে
ব্যাখ্যা:ন্যাটো সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট বিশ্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ধনতান্ত্রিক দেশের একটি সামরিক জোট। এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এ জোটের উদ্দেশ্য হলো বিরোধপূর্ণ সমস্যার শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা, বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য সমষ্টিগত শক্তি বৃদ্ধি করা। জাতিসংঘের সনদের ৫১ ধারা অনুযায়ী বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য ন্যাটো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। এর বর্তমান সদস্য ৩০। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া।
Question 20
জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
- Aঅ্যানেগরেট ক্রাম্প
- Bলিনা হেডরিচ
- Cঅ্যাঞ্জেলা মারকেল
- Dপেট্রা কেলি
ব্যাখ্যা:অ্যাঞ্জেলা মারকেল জার্মানির প্রথম নারী চ্যান্সেলর। তিনি ২০০৫ সাল থেকে বর্তমান পর্যন্ত চতুর্থ মেয়াদে ক্ষমতায় রয়েছেন। তিনি ইউরোপের প্রকৃত নেতা। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিকে দক্ষতার সাথে উন্নতির দিকে নিয়ে গেছেন। ২০২১ সালে তিনি রাজনীতি থেকে অবসরে যাবেন।
Question 21
একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
- Aআইসোপ্লিথ
- Bআইসোহাইট
- Cআইসোহ্যালাইন
- Dআইসোথার্ম
ব্যাখ্যা:সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে আইসোহাইট (Isohyet) বা সমবর্ষণ রেখা বলে। অর্থাৎ যেসব স্থানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সমান, মানচিত্রে সেসব স্থানকে এ রেখা দ্বারা যুক্ত করা হয়। এ রেখাগুলো সমোষ্ণরেখার মত আঁকাবাঁকা হয়। এরূপ মানচিত্রে দেখবার সময় মনে রাখতে হবে যে এক রেখা হতে অপর রেখা পর্যন্ত বৃষ্টিপাত হঠাৎ কমে বা বেড়ে যায় না, তা ধীরে ধীরে কমে বা বাড়ে। সমবায়ুমণ্ডলীয় চাপ সম্পন্ন স্থান সমূহকে যোগ করতে ব্যবহৃত রেখার নাম আইসোবার এবং সমতাপ সম্পন্ন স্থান সমূহকে যোগ করতে ব্যবহৃত হয় আইসোথার্ম। অন্যদিকে সমুদ্রের বিভিন্ন স্থানের সম লবণাক্ততা নির্দেশ করতে মানচিত্রে ব্যবহৃত রেখার নাম আইসোহ্যালাইন।
Question 22
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
- Aময়নামতি
- Bপুণ্ড্রবর্ধন
- Cপাহাড়পুর
- Dসোনারগাঁ
ব্যাখ্যা:প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। যা পুণ্ড্রবর্ধন নামে ও পরিচিত ছিল। বলা হয় যে, পুণ্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল। পুণ্ড্রদের রাজধানীর নাম পুণ্ড্রনগর।
Question 23
নিচের কোনটি সত্য নয়?
- Aইরাবতী মায়ানমারের একটি নদী
- Bগোবী মরুভূমি ভারতে অবস্থিত
- Cথর মরুভূমি ভারতের পশ্চিমাংশে অবস্থিত
- Dসাজেক ভ্যালি বাংলাদেশে অবস্থিত
ব্যাখ্যা:গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি। যা চীন ও মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। এর আয়তন ৯৫ লক্ষ ৯৬ হাজার বর্গ কি.মি.। বাকি তিনটি অপশন সঠিক।
Question 24
দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
- Aজানুয়ারি
- Bফেব্রুয়ারি
- Cডিসেম্বর
- Dমে
ব্যাখ্যা:জানুয়ারি মাসে সূর্য দক্ষিণ গোলার্ধের অধিক নিকটবর্তী থাকে। তাই দক্ষিণ গোলার্ধে জানুয়ারি উষ্ণতম মাস।
Question 25
মার্বেল কোন ধরনের শিলা?
- Aরূপান্তরিত শিলা
- Bআগ্নেয় শিলা
- Cপাললিক শিলা
- Dমিশ্র শিলা
ব্যাখ্যা:আগ্নেয় ও পাললিক এ উভয় প্রকার শিলায় তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে এর খনিজ উপাদান ও বুনটের পরিবর্তন হয়ে যে নতুন শিলার সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। যেমনঃ নিস (গ্রানাইট থেকে সৃষ্টি হয়), মার্বেল (চুনাপাথর বা ডোলোমাইট থেকে)। উল্লেখ্য যে গঠন প্রণালি অনুসারে শিলা ৩ প্রকার। ১. আগ্নেয় শিলা, ২. পাললিক শিলা, ৩. রূপান্তরিত শিলা।
Question 26
মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
- Aসিরাস
- Bনিম্বাস
- Cকিউম্যুলাস
- Dস্ট্রেটাস
ব্যাখ্যা:উচ্চতা অনুসারে মেঘকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়। যথা- (১) উঁচু মেঘ (High cloud), (২) মধ্যম উঁচু মেঘ (Medium high) ও (৩) নিচু মেঘ (Low cloud)। আবার মেঘের আকৃতি ও চেহারা অনুযায়ী এদের সিরাস, কিউম্যুলাস ও স্ট্রেটাস - এ তিনটি শ্রেণিতে বিভক্ত করা করা যায়। পালক বা আঁশের ন্যায় মেঘকে সিরাস, ভেজা তুলার স্তূপের ন্যায় প্রায় গোলাকার মেঘকে কিউম্যুলাস এবং স্তরে স্তরে সজ্জিত মেঘকে স্ট্রেটাস বলে। এছাড়া নিম্বাস (Nimbus) নামে বৈশিষ্ট্যবিহীন কালো বর্ণের মেঘও দেখা যায়।
Question 27
‘বেঙ্গল ফ্যান’- ভূমিরূপটি কোথায় অবস্থিত?
- Aমধুপুর গড়ে
- Bবঙ্গোপসাগরে
- Cহাওর অঞ্চলে
- Dটারশিয়ারি পাহাড়ে
ব্যাখ্যা:সর্বশেষ বরফ যুগের চূড়ান্ত পর্যায়ে গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার উপকূলরেখার অবস্থান সুস্পষ্টভাবে জানা যায়নি। এটি ধরে নেয়া হয় যে, বেঙ্গল ফ্যান বর্তমান উপকূলরেখার দক্ষিণে ছিলো, কিন্তু বঙ্গোপসাগরের একটি সংকীর্ণ অংশ সম্ভবত সোয়াচ অব নো গ্রাউন্ড থেকে সিলেট অববাহিকার দিকে বর্ধিত ছিলো। প্রায় ১৪,০০০ বছর পূর্বে সমুদ্র সমতলের দ্রুত উত্থান উপকূল রেখাকে এখনকার অবস্থানের তুলনায় দেশের ভিতরের দিকে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত ঠেলে দেয়। প্রায় ৭,০০০ বছর আগে উন্মুক্ত প্লাইসটোসিন ভূদৃশ্যের মধ্যে কর্তিত উপত্যকাগুলো থেকে উচ্চ নির্গমন ক্ষমতাসম্পন্ন নদী বাহিত বালি দ্বারা মোহনা দ্রুতই ভরাট হয়ে যায়।
Question 28
UDMC এর পূর্ণরূপ হলো-
- AUnited Disaster Management Centne
- BUnion Disaster Management Committee
- CUnion Disaster Management Centre
- Dnone of the above
ব্যাখ্যা:UDMC গঠিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এনজিও কর্মকর্তা দুর্যোগের বিপর্যস্ত গ্রুপের প্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি ধর্মীয় ব্যক্তিত্ব। এবং ইউনিয়ন পরিষদের সচিবের সমন্বয়ে। স্বাভাবিক সময়ে এ কমিটি একটি করে মিটিং করে এবং দুর্যোগ কালীন সময়ে একাধিক মিটিংয়ের মাধ্যমে পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবহিত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
Question 29
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো:
- Aআপদ ঝুঁকি হ্রাস
- Bজলবায়ু পরিবর্তন হ্রাস
- Cজনসংখ্যা বৃদ্ধি হ্রাস
- Dসমুদ্র পরিবহন ব্যব্স্থাপনা
ব্যাখ্যা:৩০ নভেম্বর-১২ ডিসেম্বর ২০১৫ ফ্রান্সের প্যারিসে জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি হ্রাস এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দ্যেশে UNFCCC এর উদ্যোগে অনুষ্ঠিত হয় COP-21 সম্মেলন। এই সম্মেলনে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০% কমানো, তাপমাত্রা বৃদ্ধি ১৫১.৫∘C এর মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। জলবায়ু বিপর্যস্ত দেশ গুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
Question 30
‘বঙ্গবন্ধু দ্বীপ’- কোথায় অবস্থিত?
- Aমেঘনা মোহনায়
- Bসুন্দরবনের দক্ষিণে
- Cপদ্মা এবং যমুনার সংযোগস্থলে
- Dটেকনাফের দক্ষিণে
ব্যাখ্যা:বঙ্গবন্ধু দ্বীপ (যা পুটুনির দ্বীপ নামে পরিচিত) সুন্দরবনের দুবলার চর থেকে ১০ কি.মি. দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ।
Question 31
আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়?
- Aদূরত্ব
- Bসময়
- Cভর
- Dওজন
ব্যাখ্যা:আলোকবর্ষ হল সেই পরিমাণ দূরত্ব যা আলো এক বছরে অতিক্রম করে। আমরা জানি, আলোর বেগ প্রতি সেকেন্ডে 3×108 মিটার। ১ আলোকবর্ষ সমান 9.4607×1015 মিটার।
Question 32
সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
- Aভেগা
- Bপ্রক্সিমা সেন্টাউরি
- Cআলফা সেন্টউরি A
- Dআলফা সেন্টাউরি B
ব্যাখ্যা:প্রক্সিমা সেন্টাউরি হলো সূর্যের নিকটতম নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র। সূর্য থেকে দূরত্ব প্রায় ৪.২৩ কোটি আলোকবর্ষ।
Question 33
১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
- A১০০ জুল
- B৬০ জুল
- C৬০০০ জুল
- D৩৬০০০০ জুল
ব্যাখ্যা:
Question 34
ইলেকট্রিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
- Aআয়রন
- Bকার্বন
- Cটাংস্টেন
- Dলেড
ব্যাখ্যা:বৈদ্যুতিক বাল্বের (Electric bulb) ভিতরে ফিলামেন্ট নামক বিশেষ এক ধরনের তারের কুণ্ডলী থাকে যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয়। এ ফিলামেন্টটি টাংস্টেন নামক এক প্রকার উচ্চ গলনাঙ্কবিশিষ্ট ধাতুর তৈরি। এর গলনাঙ্ক ৩৪২২০০C.
Question 35
গ্রাফিন (graphene) কার বহুরূপী?
- Aকার্বন
- Bকার্বন ও অক্সিজেন
- Cকার্বন ও হাইড্রোজেন
- Dকার্বন ও নাইট্রোজেন
ব্যাখ্যা:গ্রাফিন (graphene) কার্বনের একটি রূপ, যা একটি সরু চাকতিরূপে বিরাজ করে, চাকতিটির ক্ষেত্রফল যত বড়ই হোক না কেন পুরুত্ব হয় মাত্র একটি পরমাণুর আকারের সমান। এক্ষেত্রে পরমাণুগুলো এমনভাবে বিন্যস্ত হয় যে, একটি দ্বিমাত্রিক মৌচাকের মত আকৃতি গঠিত হয়। এটি কাচের মত স্বচ্ছ। ইস্পাতের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী এবং এখন পর্যন্ত আবিষ্কৃত সব মৌল ও যৌগের মধ্যে সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী। প্লাস্টিকের মধ্যে শতকরা মাত্র ১ ভাগ গ্রাফিন মেশালে তা তড়িৎ সুপরিবাহীতে পরিণত হতে পারে। ২০০৪ সালে অক্টোবরে গ্রাফিন আবিষ্কারের ঘোষণা দেয়া হয়েছিল। এটি আবিষ্কারের জন্য আন্দ্রেঁ গেইম এবং কনস্টানটিন নভোসেলভ ২০১০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
Question 36
আইনস্টাইন নোবেল পুরস্কার পান-
- Aআপেক্ষিক তত্ত্বের উপর
- Bমহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
- Cকৃষ্ণগহ্বর আবিষ্কারের জন্য
- Dআলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
ব্যাখ্যা:আলবার্ট আইনস্টাইন (১৪ মার্চ ১৮৭৯ - ১৮ এপ্রিল ১৯৫৫) জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব (আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি) এবং ভর-শক্তি সমতুল্যতার সূত্র, E=mc2 (যা "বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ" হিসেবে খেতাব দেওয়া হয়েছে) আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
Question 37
মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
- A৭ দিন
- B৩০ দিন
- C১৮০ দিন
- Dউপরের কোনটিই নয়
ব্যাখ্যা:লোহিত রক্ত কণিকা দেহের অস্থিমজ্জায় তৈরী হয়ে ১২০ দিন পরে প্লীহাতে ধ্বংস প্রাপ্ত হয়। লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যঃ ♦ পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। ♦ লোহিত রক্তকণিকা দেখতে অনেকটা চাকতির মতো এবং দ্বি-অবতল। ♦ লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। ♦ লোহিত রক্তকণিকার সংখ্যা শ্বেত রক্তকণিকার তুলনায় অনেক বেশি। ♦ লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন।
Question 38
নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
- ACOD > BOD
- BCOD < BOD
- CCOD = BOD
- Dউপরের কোনটিই নয়
ব্যাখ্যা:
Question 39
পাথফাইন্ডার- এর মঙ্গলে অবতরণ সাল-
- A১৯৯০
- B১৯৯৫
- C১৯৯৭
- D২০০০
ব্যাখ্যা:পাথফাইন্ডার নামে মঙ্গল অভিযানটি নাসা যে কয়টি মহাকাশযানকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা করেছিল, তার একটি। পাথফাইন্ডার মহাকাশযানটি ১৯৯৬ সালের ডিসেম্বরে রওনা দেয় এবং ১৯৯৭ সালের জুলাইতে মঙ্গলে পৌঁছায়। এটা আগে থেকে ঠিক করে দেওয়া জায়গাতেই নামে। আগের ভাইকিং-এর সঙ্গে এর তফাৎ হল, এতে সোর্জনার নামে একটি চলমান রোবট ছিল।
Question 40
ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
- Aস্ট্রাটোমণ্ডল
- Bট্রপোমণ্ডল
- Cমেসোমণ্ডল
- Dতাপমণ্ডল
ব্যাখ্যা:ওজোন স্তর (Ozone layer) হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানতঃ স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কমবেশি ২০-৩০ কি.মি. উপরে অবস্থিত। এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমভেদে কমবেশি হয়। বায়ুমণ্ডলে ওজোনের প্রায় ৯০ শতাংশ স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পাওয়া যায়।
Question 41
কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
- Aক্লোরোপিক্রিন
- Bমিথেন
- Cনাইট্রোজেন
- Dইথেন
ব্যাখ্যা:কাঁদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিক্রিন। অশ্রু উৎপাদক বলে একে কাঁদুনে গ্যাস বলা হয়। এর রাসায়নিক নাম হলো নাইট্রোক্লোরোফরম। ক্লোরোফর্মের সাথে গাঢ় নাইট্রিক এসিডের বিক্রিয়ায় ক্লোরোপিক্রিন উৎপন্ন হয়।
Question 42
কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
- Aপুকুরের পানিতে
- Bলেকের পানিতে
- Cনদীর পানিতে
- Dসাগরের পানিতে
ব্যাখ্যা:নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। এছাড়াও সকালে পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ খুব কমে যায়, বিকেলে অপেক্ষাকৃত বেশি থাকে।
Question 43
হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
- Aভেইন
- Bআর্টারি
- Cক্যাপিলারি
- Dনার্ভ
ব্যাখ্যা:হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় আর্টারি বা ধমনি। করোনারি আর্টারি বাইপাস গ্রাফ্টিং (CABG) হল এমন এক সার্জারি যা করালে করোনারি আর্টারির মধ্য দিয়ে হৃদযন্ত্রে রক্তপ্রবাহকে বাড়ানো যায়। যাঁরা গুরুতর করোনারি হার্ট ডিজিজে (CHD), (যাকে করোনারি আর্টারি ডিজিজও বলা হয়) ভোগেন, তাঁদের জন্যই এই চিকিৎসা।
Question 44
প্রোটিন তৈরি হয়-
- Aফ্যাটি অ্যাসিড দিয়ে
- Bনিউক্লিক অ্যাসিড দিয়ে
- Cঅ্যামিনো অ্যাসিড দিয়ে
- Dউপরের কোনটিই নয়
ব্যাখ্যা:প্রোটিন (আমিষ) জৈব বৃহৎ-অণুর প্রকারবিশেষ। প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ যা অ্যামিনো অ্যাসিডের পলিমার। জীন নির্দিষ্ট অনুক্রমে অনেকগুলি আলফা অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পলিপেপটাইড শৃঙ্খল পলিমার তৈরি করে এবং তা সঠিকভাবে ভাঁজ হয়ে একটি প্রোটিন তৈরি হয়। ২০ প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। এদেরকে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলে। এদের মধ্যে ৮টি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে।
Question 45
কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
- Aগ্লিসারিন
- Bফিটকিরি
- Cসোডিয়াম ক্লোরাইড
- Dক্যালসিয়াম কার্বোনেট
ব্যাখ্যা:পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। সোডিয়াম যৌগ বা খাবার লবণ স্বচ্ছ বর্ণহীন কঠিন পদার্থ এবং পানিতে দ্রবণীয়। পক্ষান্তরে, ক্যালসিয়াম কার্বনেট প্রকৃতিতে চুনাপাথর মার্বেল পাথর ও অন্যান্য রূপে বিদ্যমান বিশুদ্ধ পানিতে অদ্রবণীয় হলেও অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড মিশ্রিত পানিতে CaHCO3 রূপে দ্রবীভূত হয়।
Question 46
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
- AAND গেইট
- BOR গেইট
- CNAND গেইট
- Dউপরের কোনটিই নয়
ব্যাখ্যা:
Question 47
নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
- AWi-Fi
- BBluetooth
- CWi-Max
- DCellular network
ব্যাখ্যা:ব্লু-টুথ (Bluetooth) এর দূরত্ব সবচেয়ে কম। • ব্লু-টুথ → ১০-১০০ মিটার। • Wi-Max → ১০-৬০ কিলোমিটার।
Question 48
নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
- A১১১
- B১০১
- C০১১
- D০০১
ব্যাখ্যা:• ১ এর পরিপূরক গঠন (1’s complement form) : বাইনারি সংখ্যায় 0 এর স্থানে ১ এবং ১ এর স্থানে 0 বসিয়ে, অর্থাৎ সংখ্যার বিটগুলিকে উল্টিয়ে, সংখ্যাটির ১ এর পরিপূরক পাওয়া যায়। • ২ এর পরিপূরক গঠন (2’s complement form) : ১ এর পরিপূরক এর সাথে ১ যোগ করলে বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক পাওয়া যায়। সুতরাং ১০০ এর ১ এর পরিপূরক (1’s complement) হল ০১১।
Question 49
RFID বলতে বুঝায়-
- ARandom Frequency Identification
- BRandom Frequency Information
- CRadio Frequency Information
- DRadio Frequency Identification
ব্যাখ্যা:RFID –এর পূর্ণরূপ হলো Radio Frequency Identification. স্ক্যানিং অ্যান্টেনা দুটি কাজ করে থাকে আরএফ (রেডিও ফ্রিকুয়েন্সি) সিগনালের মাধ্যমে ট্যাগের সাথে যোগাযোগ করে এবং passive ট্যাগ এর ক্ষেত্রে ট্যাগে পাওয়ার ট্রান্সমিট করে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন টেকনোলজির মাধ্যমে। একটা ট্যাগ যখন স্ক্যানিং অ্যান্টেনার রেঞ্জের মধ্যে আসে, তখন ট্যাগটি স্ক্যানিং অ্যান্টেনাতে সর্বক্ষণ পাঠাতে থাকা একটিভেশন সিগনাল পেয়ে স্ক্যানারকে তার ইউআইডি (UID) পাঠায়।
Question 50
নিচের কোনটি সঠিক নয়?
- A(A+B―)=A¯.B¯
- B(A+B―)=A¯+B¯
- C(A.B.C―)=A¯+B¯+C¯
- D(A+B+C―)=A¯.B¯.C¯
ব্যাখ্যা:
Question 51
Apache এক ধরনের-
- ADatabase Management System (DBMS)
- BWeb Server
- CWeb Browser
- DProtocol
ব্যাখ্যা:ওয়েভ সার্ভার বলতে বিশেষ ধরণের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে বুঝায় যার সাহায্যে ঐ সার্ভারে রক্ষিত কোন উপাত্ত বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাকসেস করা যায়। এখানে Apache এক ধরণের Web Server (ওয়েব সার্ভার)।
Question 52
ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
- Aঅবকাঠামোগত
- Bপ্লাটফর্মভিত্তিক
- Cসফটওয়্যার
- Dউপরের সবগুলো
ব্যাখ্যা:ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল তিন ধরনের। যথা: (i) অবকাঠামোগত সেবা, (ii) প্ল্যাটফর্মভিত্তিক সেবা, (iii) সফটওয়্যার সেবা। ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয় নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া। ২০০৬ সালে বিখ্যাত অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
Question 53
কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
- Aবাস টপোলজি
- Bরিং টপোলজি
- Cস্টার টপোলজি
- Dট্রি টপোলজি
ব্যাখ্যা:স্টার টপোলজিঃ স্টার নেটওয়ার্কে প্রত্যেকটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোন ডিভাইস) একটি হাব (Hub) বা সুইচের (Switch) মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। সংযুক্ত কম্পিউটার বা ডিভাইস সমূহ হাব বা সুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান-প্রদান করে। রিং টপোলজিঃ রিং নেটওয়ার্কে কম্পিউটারগুলো নোড (কম্পিউটার যে বিন্দুতে যুক্ত থাকে তাকে নোড বলে) এর মাধ্যমে বৃত্তাকারপথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলে। নেটওয়ার্কের কোন কম্পিউটার ডেটা বা তথ্য (সংকেত) পাঠালে তা পরবর্তী নোডের দিকে প্রবাহিত করে। এভাবে তথ্যের একমুখী প্রবাহ পুরো চক্রাকার পথ ঘুরে আসে এবং চক্রাকার পথের বিভিন্ন নোডে সংযুক্ত কম্পিউটার প্রয়োজনে উক্ত সংকেত গ্রহণ করতে পারে। বাস টপোলজিঃ বাস নেটওয়ার্ক সংগঠনে একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড (কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস) যুক্ত থাকে। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। এর দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। একটি কম্পিউটার অন্য কম্পিউটার নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটারগুলি তাদের নোডে সেই সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রাপক নোড সেই সংকেত গ্রহণ করে। ট্রি টপোলজিঃ ট্রি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট (Root) নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার সংযুক্ত থাকে। এই রুট নোডের সাথে হায়ারারর্কি অনুসারে বিভিন্ন স্তরের ডিভাইস নেটওয়ার্ক হাব বা স্যুইচের মাধ্যমে যুক্ত থাকে। এটিকে হায়ারারর্কিক্যাল টপোলজিও বলা হয়।
Question 54
একটি কম্পিউটার boot করতে পারে না যদি তাতে না থাকে-
- ACompiler
- BLoader
- COperating system
- DBootstrap
ব্যাখ্যা:একটি কম্পিউটার boot করতে পারে না যদি অপারেটিং সিস্টেম (Operating System) না থাকে। Operating System হলো System Software এবং Hardware এর মধ্যে সংযোগস্থাপনকারী মাধ্যম।
Question 55
নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
- AOracle
- BMcAfee
- CNorton
- DKaspersky
ব্যাখ্যা:অ্যান্টিভাইরাস হল এক ধরনের ভাইরাস প্রতিষেধক সফটওয়্যার যা কোনো কম্পিউটার ভাইরাসকে সনাক্ত করতে পারে এবং তাকে আক্রান্ত কম্পিউটার থেকে মুছে ফেলতে পারে। কয়েকটি অ্যান্টিভাইরাস এর নাম- McAfee, AVG Anti-Virus, Norton Antivirus, Kaspersky Antivirus, Symantec ইত্যাদি। এখানে Oracle হল একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (Database management system) ।
Question 56
যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে-
- AMachine language
- BC
- CJava
- DPython
ব্যাখ্যা:প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হল মেশিন ভাষা যা কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষায় 0 ও 1 এই দুইটি বাইনারি অঙ্ক অথবা হেক্স পদ্ধতি ব্যবহার করে সব কিছু লেখা হয়। অপরদিকে C, Java ও Python হল তৃতীয় প্রজন্মের উচ্চতর ভাষা।
Question 57
API মানে-
- AAdvanced Processing Information
- BApplication Processing Information
- CApplication Programming Interface
- DApplication Processing Interface
ব্যাখ্যা:API এর পূর্ণরূপ হলো Application Programming Interface. API হলো সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে সংযোগ স্থাপনকারী ইন্টারনেট।
Question 58
মাইক্রোসফ্ট IIS হচ্ছে একটি-
- Aইমেইল সার্ভার
- Bওয়েব সার্ভার
- Cডাটাবেইস সার্ভার
- Dফাইল সার্ভার
ব্যাখ্যা:Microsoft IIS (Internet Information Service) সাধারণত ASP Net এবং Static Website এর ক্ষেত্রে ওয়েব সার্ভার ব্যবহার করা হয়।
Question 59
ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
- A১০-৩০ মিটার
- B১০-৫০ মিটার
- C১০-১০০ মিটার
- D১০-৩০০ মিটার
ব্যাখ্যা:ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। এর দূরত্ব সাধারণত ১০ – ১০০ মিটার হয়ে থাকে।
Question 60
একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
- AArray
- BLinked list
- CStack
- DQueue
ব্যাখ্যা:Linked list (লিংক লিস্ট): ডেটা স্টোর করার জন্য অ্যারের মত আরেকটি ডেটা স্ট্র্যাকচার হচ্ছে Linked List। এটি স্ট্র্যাকচার অনুযায়ী ডাটা স্টোর করে, এবং রান টাইমে নতুন স্পেসের দরকার হলে অটোমেটিকেলি তা তৈরি করে নিতে পারে। এটি হচ্ছে ডাইনামিক ডেটা স্ট্রাকচার। এটি অ্যারের মতই, তবে অ্যারেতে আমাদের কতটুকু মেমরি দরকার, প্রথমেই বলে দিতে হয়। কিন্তু লিঙ্কড লিস্টে প্রয়োজন অনুযায়ী মেমরি বাড়ানো বা কমিয়ে নেওয়া যায়। আরো দুইটা সুবিধে হচ্ছে, লিঙ্কড লিস্টের মাঝখান থেকে এর যে কোন আইটেম রিমুভ করা যায় বা মাঝখানে নতুন আইটেম যুক্ত করা যায়। আর ইনিশালি কোন সাইজ ডিক্লেয়ার করে দিতে হয় না। Array (অ্যারে): নির্দিষ্ট সংখ্যক একই ধরনের তথ্য নির্দেশনাকে অ্যারে বলা হয়। অর্থাৎ, অ্যারে এক ধরনের উপাত্ত সংগঠনকে বুঝায় যেগুলো কতগুলো উপাদানের একটি গ্রুপ যা একটি নামের সাহায্যে নির্দেশ করা হয় এবং উপাদানগুলোকে ইনডেক্সের সাহায্যে অ্যাক্সেস করা হয়। Stack (স্ট্যাক): স্ট্যাকে যখনই নতুন কোনো ডেটা দেওয়া হবে, সেটি স্ট্যাকে সবার উপরে গিয়ে জমা হবে। আবার, স্ট্যাকে প্রসেসিংও চলবে সবচেয়ে উপরের ডেটা দিয়ে। অর্থাৎ স্ট্যাকে সবার শেষে যেটা আসছে তার কাজ হচ্ছে সবার আগে। একে বলা হয় Last In First Out (LIFO)। Queue (কিউ): কিউ এর বাংলা অর্থ লাইনে দাড়ানো। কিউ যে ডেটা প্রথমে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে। একে বলা হয় First In First Out (FIFO)।
Question 61
∆ABC এর ∠A=40° এবং ∠B=80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA=?
- A১১০১১০∘
- B১০০১০০∘
- C৯০৯০∘
- D৮০৮০∘
ব্যাখ্যা:
Question 62
৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
- A১০
- B১৫
- C২৫
- D৩০
ব্যাখ্যা:
Question 63
x+213+223=0 হলে, x3+6 এর মান কত?
- A4�
- B6�
- C4
- D8
ব্যাখ্যা:
Question 64
5x+8.5x+16.5x=1 হলে, x এর মান কত?
- A−3
- B−2
- C−1
- D−12
ব্যাখ্যা:
Question 65
০.১২ + ০.০০১২ + ০.০০০০ ১২ + ....... ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-
- A৪৩৩৪৩৩
- B৪৯৯৪৯৯
- C১১২৯৯১১২৯৯
- D১৪৯৯১৪৯৯
ব্যাখ্যা:
Question 66
−8×−2= কত?
- A4
- B4i
- C−4
- D−4i
ব্যাখ্যা:
Question 67
|x−2|<3 হলে, m এবং n এর কোন মানের জন্য m<3x+5 ব্যাখ্যা: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ব্যাখ্যা: চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? ব্যাখ্যা: ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল- ব্যাখ্যা: 512,613,1124 এবং 38 এর মধ্যে বড় ভগ্নাংশটি- ব্যাখ্যা: a+b=7 এবং ab=12 হলে, 1a2+1b2 এর মান কত? ব্যাখ্যা: বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? ব্যাখ্যা: log2logee2=? ব্যাখ্যা:log2logee2=log22logee=log22loge(e)2=log24logee=log2(4×1)=log24=log222=2log22=2×1=2 ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা- ব্যাখ্যা: ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? ব্যাখ্যা: স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক- ব্যাখ্যা:স্ক্রু এবং ঘড়ির ঘূর্ণনের দিক হয় হাতের ডান দিকে অর্থাৎ একই দিকে। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? ব্যাখ্যা: .১ × ৩.৩৩ × ৭.১ =? ব্যাখ্যা:০.১×৩.৩৩×৭.১=২.৩৬। একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? ব্যাখ্যা: কোন বানানটি শুদ্ধ? ব্যাখ্যা: ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার : ? ব্যাখ্যা:ঘড়ির কাঁটা দ্বারা সময় নির্ধারিত হয় একইভাবে থার্মোমিটারের পারদ দ্বারা তাপমাত্রা নির্ধারিত হয়। ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? ব্যাখ্যা: “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ––– সাহেবের কথা।” ব্যাখ্যা:“তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা” উক্তিটি শেখ মুজিবুর রহমান তার বিখ্যাত ৭ মার্চের ভাষণে বলেন। রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন? ব্যাখ্যা: নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? ব্যাখ্যা:দারিদ্রতা সঠিক নয় কারণ সঠিক শব্দ হবে দরিদ্রতা। প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক শব্দ অহোরাত্র। ব্যাখ্যা: ‘RELATION’- এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? ব্যাখ্যা:আয়নাতে Capital letter ‘A, H, I, M, O, T U, V, W, X, Y’ এবং Small letter এ ‘i, l, o, v, w, x’ এর কোন পরিবর্তন হয় না তাই উত্তর হবে ক। পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করেছেন। তাঁরা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী? ব্যাখ্যা: যদি মাসের ২য় দিন সোমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে? ব্যাখ্যা:মাসের ২য় দিন সোমবার হলে ১৬ তম দিন ও সোমবার হবে। সুতরাং ১৮ তম দিন হবে বুধবার। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? ব্যাখ্যা:সামাজিক মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। যে বিষয়গুলো কোনো সমাজকে সুস্থ, সুন্দর ও সম্প্রীতি ভিত্তিক মূল্যবান সোনালি সমাজে রূপান্তরিত করে, সে বিষয়গুলোর সক্রিয় চেতনাবোধকেই সামাজিক মূল্যবোধ বলা হয়। সর্বজন স্বীকৃত যেসব ভালো, উত্তম, সুন্দর, চমৎকার, শালীন, সৌহার্দপূর্ণ ও কল্যাণকর বিষয় কোনো সমাজকে কল্যাণময় সোনালি সমাজে পরিণত করে, সেগুলোর চর্চা ও সংরক্ষণের সক্রিয় চেতনাবোধকে সামাজিক মূল্যবোধ বলা হয়। সেই মূল্যবোধগুলোই হয়ে থাকে সেই সমাজের অলংকার ও মণিমুক্তা।" কে ‘কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? ব্যাখ্যা:জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট (১৭২৪-১৮০৪) আধুনিক দর্শনের কেন্দ্রীয় অবস্থানটি ধারণ করে আছেন। তার অন্যতম তিনটি বই হচ্ছে দি ক্রিটিক অব পিওর রিজন (২৭৮১), দি ক্রিটিক অব প্রাকটিক্যাল রিজন (১৭৮৮) এবং দি ক্রিটিক অব দি পাওয়ার অব জাজমেন্ট (১৭৯০)। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো- ব্যাখ্যা:সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো- সমাজ। সমাজ থেকে মানুষ সভ্যতার ছোঁয়া নিয়ে থাকে। সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? ব্যাখ্যা: Political Ideals- গ্রন্থের লেখক কে? ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? ব্যাখ্যা: মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- ব্যাখ্যা:মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিভিন্নতা, পরিবর্তনশীলতা, আপেক্ষিকতা। মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোর ও পরিবর্তন সাধিত হয়। অতীতের অনেক মূল্যবোধ বর্তমানে আমাদের কাছে অর্থহীন । যেমন - বাল্যবিবাহ, সতীদাহ প্রথা। আবার বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে। আক্ষরিক অর্থে- মূল্যবোধ বলতে ব্যক্তির জ্ঞানগর্ভ আচরণকে বুঝায় যে আচরণের মানবীয় এবং সামাজিক মূল্য বিদ্যমান । সহজ কথায় বলা যায়, ভাল-মন্দ, ঠিক-বেঠিক ,কাঙ্ক্ষিত -অনাকাঙ্খিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ। এ . ডব্লিউ .পামফ্রে বলেন, "মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যাস্ত প্রকাশ।" ফ্রাঙ্কেল বলেন, " মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ" । মূল্যবোধের ধারণা আপেক্ষিক। মূল্যবোধের নির্দিষ্ট কোন বস্তুগত বা ধারণাগত মাধ্যম নেই, বিভিন্ন ধারণা বা বিভিন্ন অভিজ্ঞতার প্রেক্ষিতে মূল্যবোধ জাগ্রত হয়। মূল্যবোধের ধারণার সম্পৃক্ততা মানব আচরণকে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ। মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায় না ধীরে ধীরে গড়ে উঠে। মূল্যবোধ ভাঙলে/অমান্য করলে শাস্তি হয় না। মূল্যবোধের সাথে জড়িত শব্দ নৈতিকতা। মূল্যবোধ একটি ইতিবাচক শব্দ যার অনুপস্থিতিকে বলা হয় মূল্যবোধের অবক্ষয় বা সংকট। সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান মূল্যবোধ। মূল্যবোধসমূহ সংরক্ষিত হয় নাগরিকের অংশগ্রহণের দ্বারা । মূল্যবোধ হলো এক প্রকার সামাজিক নৈতিকতা। মূল্যবোধকে সুদৃঢ় করার অন্যতম প্রধান উপায় হল শিক্ষা সামাজিক ন্যায় বিচার। প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন- ব্যাখ্যা:প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন প্লেটো ‘সাদগুন’ বলতে বুজিয়েছেন প্রজ্ঞা, সাহস, আত্ম নিয়ন্ত্রণ ও ন্যায় কে। প্লেটো মানুষকে তিনটি ভাগে ভাগ করেছেন। প্লেটোর মতে প্রতিটি ব্যক্তির মধ্যে তিন ধরনের উপাদান রয়েছে, যেমন (১) প্রজ্ঞা (২) সাহস ও (৩) প্রবৃত্তি । ব্যক্তি জীবনের এই তিন ধরনের অবস্থার সমন্বয় বিভিন্নব্যক্তির মধ্যে বিভিন্নভাবে ঘটে থাকে। যেমন, কারও মধ্যে প্রজ্ঞার মাত্রা অধিক, আবার কারও মধ্যে প্রবৃত্তির মাত্রা অধিক। আবার কারও মধ্যে সাহসের মাত্রা বেশী। এমতাবস্থায় ব্যক্তির জীবনের তিনটি অবস্থার হেরফের রাষ্ট্রীয় জীবনে তিনটি শ্রেণী তৈরী করে যাকে, যথা (১) প্রজ্ঞা বিশিষ্টরা দার্শনিক শ্রেণীভুক্ত (২) সাহসীরা যোদ্ধা শ্রেণী ও (৩) প্রবৃত্তির দ্বারা পরিচালিতরা কৃষক বা উৎপাদক শ্রেণীভুক্ত। ব্যক্তি জীবনের যখন বিক্রম ও প্রবৃত্তি প্রজ্ঞার দ্বারা পরিচালিত হয়, তখন ঐ ব্যক্তির জীবনে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরা হয়। মূল্যবোধ দৃঢ় হয়- ব্যাখ্যা:মূল্যবোধ শিক্ষার মাধ্যমে দৃঢ় হয়। মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। অন্যভাবে বলা যায়, মূল্যবোধ হল কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস। আর যে শিক্ষার মাধ্যমে সমাজে প্রচলিত রীতিনীতি, প্রথা, আদর্শ ইত্যাদির বিকাশ ঘটে তাই হল মূল্যবোধ শিক্ষা। মূল্যবোধ হল সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। এটি মানুষের আচরণের সামাজিক মাপকাঠি। একটি দেশের সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষতার অন্যতম মাপকাঠি হিসেবে এটি ভূমিকা পালন করে। ফ্রাঙ্কেল এর মতে,“মূল্যবোধ হল আবেগি ও আদর্শগত ঐক্যের ধারনা”। ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।’- কে এই উক্তি করেন? ব্যাখ্যা: বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? ব্যাখ্যা:উনিশ শতকের সূচনা থেকে বাংলা ভাষায় জ্ঞানবিজ্ঞান চর্চা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে একভাষিক বাংলা-বাংলা অভিধানের আবির্ভাব ঘটে। বাংলালিপিতে মুদ্রিত প্রথম বাংলা-বাংলা অভিধানের নাম বঙ্গভাষাভিধান। এর সংকলক রামচন্দ্র বিদ্যাবাগীশ। ১৮১৭ সালে কলকাতা থেকে এটি প্রকাশিত হয়। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? ব্যাখ্যা:সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন। এছাড়া তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ গ্রন্থটির রচয়িতা কে? ব্যাখ্যা:‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ। তার আরও কিছু কাজ হলো- অলৌকিক ইস্টিমার, জ্বলো চিতাবাঘ প্রভৃতি। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? ব্যাখ্যা:১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তিনি ছাত্রমৃত্যুর প্রতিবাদে পদত্যাগ করেছিলেন। তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস কোনটি? ব্যাখ্যা:‘নাঢ়াই’ উপন্যাসটির রচয়িতা শওকত আলী। এই উপন্যাসে তেভাগা আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। তার রচিত আরও কিছু উপন্যাস- পিঙ্গল আকাশ, যাত্রা, প্রদোষে প্রাকৃতজন ইত্যাদি। কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? ব্যাখ্যা:নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ ‘যুগবাণী’ (১৯২২) সালে ফৌজদারি বিধির ’৯৯ এ’ ধারানুসারে বইটি বাজেয়াপ্ত করা হয়। নজরুলের প্রথম নিষিদ্ধ কাব্য বিষের বাঁশি (১৯২৪)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী? ব্যাখ্যা:তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস ‘১৯৭১’। তিনি এটি মুক্তিযুদ্ধ চলাকালীন রচনা করেছিলেন। তিনি তার ‘১৯৭১’ উপন্যাসে তুলে ধরেছেন একাত্তরের গ্রামীণ জীবনের চিত্র। এই উপন্যাসের মধ্যে লেখক দুটি স্বল্পদীর্ঘ উপন্যাস রচনা করেছেন। একটি ‘সুতপার তপস্যা’ অপরটি ‘একটি কালো মেয়ের কথা’। ‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? ব্যাখ্যা:‘সোমত্ত’ বু্যৎপত্তিগত সমর্থের অর্ধতৎসম রূপ। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? ব্যাখ্যা: নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে? ব্যাখ্যা:নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একটি শব্দের যতটুকু অংশ একবারে একত্রে উচ্চারিত হয়, তাকে অক্ষর বলে। যেমন : ‘স্পন্দন’ শব্দটিতে ‘স্পন’, ‘দন্’—এ দুটি অক্ষর আছে। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে? ব্যাখ্যা:জীবনানন্দ দাশের জীবন এবং কবিতার উপর প্রচুর গ্রন্থ লেখা হয়েছে এবং এখনো হচ্ছে, বাংলা ভাষায়। এর বাইরে ইংরেজিতে তার ওপর লিখেছেন ক্লিনটন বি সিলি, আ পোয়েট আপার্ট নামের একটি গ্রন্থে। ইংরেজি ছাড়াও ফরাসিসহ কয়েকটি ইউরোপীয় ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’- এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে: ব্যাখ্যা:প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণচিহ্নের (“ ”) অন্তর্ভুক্ত থাকে। পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়। প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে ‘যে’ এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়। যেমন- পরোক্ষ উক্তি: ‘বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন’ প্রত্যক্ষ উক্তি: বাবা ছেলেকে বললেন, “তুমি দীর্ঘজীবী হও”। ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত? ব্যাখ্যা:গ্রামবার্ত্তা পত্রিকাটি ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রথম প্রকাশিত হয়। এটি হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথের সম্পাদনায় অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশিত হয়। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? ব্যাখ্যা:শ্রীচৈতন্যদেব ও তাঁর কয়েকজন শিষ্যের জীবন কাহিনি নিয়ে মধ্যযুগে জীবনী সাহিত্যের সূচনা হয়। চৈতন্যদেবের জীনবী সাহিত্য ‘কড়চা’ নামে অভিহিত করা হয়। কড়চা অর্থ দিনপঞ্জি বা রোজনামচা। ভক্তরা চৈতন্যদেবকে মানুষ রূপে কল্পনা করেনি, করেছে নররূপী নারায়ণ রূপে। ‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে? ব্যাখ্যা:‘পরানের গহীন ভিতর’ সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি আঞ্চলিক ভাষারীতিতে রচিত। তার আরও কিছু কাব্যগ্রন্থ- একদা এক রাজ্যে, আমি জন্মগ্রহণ করিনি, ধ্বংসস্তূপে কবি ও নগর ইত্যাদি। ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’- এ বাক্য কোন ধরনের? ব্যাখ্যা:কোন ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে, তাকে বলা হয় নির্দেশবাচক বাক্য। এ নির্দেশবাচক বাক্যকে নির্দেশমূলক বাক্য, নির্দেশসূচক বাক্য, বিবৃতিমূলক বাক্য প্রভৃতিও বলা হয়। যেমন- সে একটি গল্পের বই পড়ছে, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো ইত্যাদি। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? ব্যাখ্যা:ভাষা আন্দোলন নিয়ে লেখা ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি আলাউদ্দিন আল আজাদ রচিত মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই- ব্যাখ্যা:একাধিক শব্দ কী নিয়মে যুক্ত হয়ে বৃহত্তর এককসমূহ (যাদের মধ্যে বাক্য প্রধানতম একক) গঠন করে এবং এই বৃহত্তর এককগুলোর বৈশিষ্ট্য কী, সেটাই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। মূল কথা, ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। কোন বানানটি শুদ্ধ? ব্যাখ্যা:মনঃকষ্ট বানানটি শুদ্ধ। এটি সন্ধির মাধ্যমে গঠিত। সন্ধির নিয়মানুসারে কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন- প্রাতঃ + কাল = প্রাতঃকাল, মনঃ + কষ্ট = মনঃকষ্ট, শিরঃ + পীড়া = শিরঃপীড়া ইত্যাদি। প্রচুর + য = প্রাচুর্য, কোন প্রত্যয়? ব্যাখ্যা:‘য’ একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। ‘য’ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্থিত অ, আ, ই এবং ঈ- এর লোপ হয়। যথা- সম্ + য = সাম্য, কবি + য = কাব্য, মধুর + য = মাধুর্য, প্রাচী + য = প্রাচ্য। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে- ব্যাখ্যা:স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে যেমন ‘কার’ বলা হয়, তেমনি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ‘ফলা’। ফলা ৬টি। যেমনঃ ণ/ন ফলা, ব ফলা, ম ফলা, য ফলা , র ফলা ও ল ফলা। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? ব্যাখ্যা:পাঁচালি গান বাংলার প্রাচীন লৌকিক সংগীতগুলোর অন্যতম। এই গান প্রধানতঃ সনাতন ধর্মীদের বিভিন্ন আখ্যান বিষয়ক বিষয়বস্তু সম্বলিত ও তাদের তুষ্টির জন্য পরিবেশিত হয়। দাশরথি রায় ছিলেন একজন ভারতীয় বাঙ্গালি স্বভাবকবি এবং সর্বাধিক খ্যাত পাঁচালিকার। চারণকবি হিসেবে বিখ্যাত কে? ব্যাখ্যা:স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যেসব কবিরা গান গেয়ে ও যাত্রাভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেড়িয়েছেন, তাদেরকে চারণ কবি বলা হয়। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। প্রকৃতপক্ষে তিনি একজন চারণকবি ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র- ব্যাখ্যা: উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? ব্যাখ্যা:উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। যেমন- শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত। অপিনিহিতির উদাহরণ কোনটি? ব্যাখ্যা:পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমনঃ আজি > আইজ, সাধু > সাউধ। ‘কুসীদজীবী’ বলতে কাদের বুঝায়? ব্যাখ্যা:কুসীদজীবী শব্দের অর্থ সুদে টাকা ধার দেওয়া যার পেশা। ‘অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? ব্যাখ্যা:অভাব অর্থে আ উপসর্গ যোগে গঠিত শব্দ: আকাঁড়া, আধোয়া, আলুনি। চর্যাপদের টীকাকারের নাম কী? ব্যাখ্যা:চর্যাপদের পুঁথিটি যে-রূপে পাওয়া গেছে তাতে বোঝা যায়, এটি বিভিন্ন সময়ে আবির্ভূত বিভিন্ন কবির রচিত কবিতা-সমষ্টির সংকলন। কবিতাগুলোর বক্তব্য ও প্রকাশভঙ্গিতে যে দুর্বোধ্যতা ছিল তা দূর করার জন্য মুনিদত্ত পদগুলোকে একত্রিত করে সংস্কৃত ভাষায় পদগুলোর সহজবোধ্য টীকা রচনা করেছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিতে মূল চর্যাপদ ও মুনিদত্তের সংস্কৃত টীকা যুক্ত করা হয়েছে। পুঁথিটি খণ্ডিত ছিল বলে টীকাকারের নাম পাওয়া যায় নি। পরে ড. প্রবোধচন্দ্র বাগচী একই সংকলনের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন এবং তাতে টীকাকার হিসেবে মুনিদত্তের উল্লেখ পাওয়া যায়। কোন বানানটি শুদ্ধ? ব্যাখ্যা: ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? ব্যাখ্যা:ঊনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই। প্রধান চরিত্র হলো- ওসমান, খিজির, আনোয়ার প্রমূখ। এই উপন্যাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পূর্ণরূপ মেলে। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? ব্যাখ্যা:চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিকমূলক সামাজিক উপন্যাস। বাঙালি সমাজ ও পরিবারের বিচিত্র বিশ্লেষণ ও বিধবার ত্রিভুজ প্রেমের চিত্র মেলে। প্রধান চরিত্রগুলো- মহেন্দ্র, বিনোদিনী, আশালতা ও বিহারী। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? ব্যাখ্যা:গঙ্গা সমরেশ বসু রচিত একটি ধ্রুপদী বাংলা উপন্যাস। ১৯৫৭ সালে প্রকাশিত নদীকেন্দ্রিক এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় দক্ষিণবঙ্গ, বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) জীবনসংগ্রামের কাহিনি। ‘ডিঙি টেনে বের করতে হবে।’-কোন ধরনের বাক্যের উদাহরণ? ব্যাখ্যা:যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। যেমন- ডিঙি টেনে বের করতে হবে। বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক? ব্যাখ্যা: ‘Shylock’ is a character in the play- ব্যাখ্যা:‘The Merchant of Venice’ William Shakespeare এর Play. এর প্রধান চরিত্রসমূহ: Shylock, Portia, Antonio, Bassanio, Salerio, Jessica ইত্যাদি। ‘Vanity Fair’ is a novel written by- ব্যাখ্যা:‘Vanity Fair’ William Makepeace Thackeray এর Novel. তাঁর প্রধান কিছু সাহিত্যকর্ম হলো: Catherine, The Luck of Barry Lyndon, Men's Wives, Denis Duval ইত্যাদি। D. H. Lawrence এর প্রধান কিছু সাহিত্যকর্ম হলো: Sons and Lovers, The Rainbow, Women in Love এবং Lady Chatterley's Lover. Joseph Conrad এর প্রধান কিছু সাহিত্যকর্ম হলো: Almayer's Folly, The Nigger of the 'Narcissus', Heart of Darkness, Typhoon ইত্যাদি। Virgina Woolf এর Notable works: Mrs. Dalloway, To the Lighthouse, A Room of One's Own, The Waves ইত্যাদি। ‘Pip’ is the protagonist in Charles Dickens’ novel- ব্যাখ্যা:‘Great Expectations’ হলো Charles Dickens এর দ্বিতীয় Novel. এই Novel এর Protagonist এবং Narrator হলো Pip. এই Novel এর প্রধান কিছু চরিত্র হলো: Pip, Estella, Miss Havisham, Abel Magwitch, Joe Gargery, Jaggers ইত্যাদি। ‘Lady Chatterley’s Lover’ was written by the author of- ব্যাখ্যা:‘Lady Chatterley’s Lover’ এটি D. H. Lawrence এর একটি Novel. তাঁর আরও কিছু উল্লেখযোগ্য Novel হলো: Sons and Lovers, The Rainbow, Women in Love, Lady Chatterley's Lover ইত্যাদি। Lord Jim- Novel টি Joseph Conrad রচনা করেন। Ulysses Novel টি James Joyce রচিত। উল্লেখ্য, Ulysses নামে একটি Alfred Tennyson এর একটি কবিতা আছে। A Passage to India Novel টি E. M Forster রচনা করেন। Identify the word that can be used as both singular and plural: ব্যাখ্যা:fish শব্দটি দ্বারা একটি মাছও বুঝায় আবার বিভিন্ন প্রজাতির মাছও বুঝায় আবার একাধিক মাছও বুঝায়। তাই fish এর singular ও plural form একই হবে। Find out the correct passive from of the sentence ‘Who taught you French?’ ব্যাখ্যা:Who যুক্ত active voice এর passive structure হবে- by whom + be verb + subject + verb এর past participle + object + question mark. ‘The old man was tired of walking.’ Here ‘walking’ is a/an- ব্যাখ্যা:Preposition এর object হিসেবে noun আকারে verb + ing হলে gerund হবে। Which one is a correct sentence? ব্যাখ্যা:Pulse পরীক্ষা করা যায় তাই examined verb যুক্ত sentence টি সঠিক। অন্যথায় found, took, saw এই verb গুলো যোগে sentence গুলো সঠিক নয়। ‘I will not let you go.’ In this sentence ‘go’ is a/an- ব্যাখ্যা:Infinitive এর সাথে প্রায়শই to ব্যবহৃত হয়। কিন্তু bid, let, make, dare, see, hear verb এর পর infinitive করতে to ব্যবহৃত হয় না। When Ushashi entered ––– the room everybody stopped talking. ব্যাখ্যা:Enter verb এর পরে into, in, to বা অন্য কোন preposition বসে না। তবে চুক্তিতে আবদ্ধ হওয়া অর্থে ‘Enter’ verb টির পর সাধারণত কোন preposition বসেনা। তবে চুক্তিতে আবদ্ধ হওয়া অর্থে Enter into ব্যবহার হয়। The play ‘The Birthday Party’ is written by- ব্যাখ্যা:Harold Pinter একজন Modern British play writer. তাঁর প্রধান play সমূহ: The Birthday, Betrayal, The Caretaker ইত্যাদি। Samuel Beckett এর কিছু প্রধান Novel- Murphy, Malone Dies, Waiting for Godot, Endgame ইত্যাদি। Henry Livings এর প্রধান কিছু সাহিত্যকর্ম- Stop It, Whoever You Are, Nil Carborundum, Kelly's Eye ইত্যাদি। Arthur Miller এর কিছু সাহিত্যকর্ম হলো- All My Sons, Death of a Salesman, A View from the Bridge ইত্যাদি। Who is the author of the first scientific romance ‘The Time Machine’? ব্যাখ্যা:আধুনিক যুগের অন্যতম writer H. G. Wells এর বিখ্যাত গ্রন্থ হলো: The Time Machine. তাঁর আরও কিছু গ্রন্থসমূহ: The War of the Worlds, The Invisible Man, The Island of Doctor Moreau ইত্যাদি। Samuel Butler এর কিছু সাহিত্যকর্ম- Darwin among the Machines, Lucubratio Ebria, Erewhon, or Over the Range, Life and Habit ইত্যাদি। ‘Call me if you have any problems regarding your work’. Here ‘regarding’ is a/an- ব্যাখ্যা:এখানে Pronoun এর আগে regarding শব্দটি বসে preposition এর কাজ করছে তাই এই বাক্যে ‘regarding’ শব্দটি Preposition. Select the correct comparative form of the sentence ‘A string of pearls was not so bright as her teeth.’ ব্যাখ্যা:Positive sentence কে comparative এ রূপান্তর করতে Object + verb + than + subject বসে। যদি positive degree তে very few/no other থাকে তবে comparative এ than most other/ than any other হবে। ‘Come on, it’s time to go home.’ Here ‘home’ is a/an- ব্যাখ্যা:Home শব্দটি intransitive verb এর পরে বসে verb কে modify করায় শব্দটি (home) adverb. ‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.’ In this sentence the verb ‘arrived’ is- ব্যাখ্যা:এখানে arrived এর কোনো object নেই তাই intransitive হবে। Which one of the following is common gender? ব্যাখ্যা:Sovereign (সর্বভৌমত্ব) শব্দটি common gender. আরও কিছু common gender হলো animal, artist, children, servant, enemy, pupil, neighbor, minister, doctor, employee, singer, peon, musician, dancer etc. King শব্দটি masculine gender এর feminine gender Queen. Emperor শব্দটি masculine gender এর feminine gender empress. To win aprize― is my ambition.’ The underlined part of the sentence is a/an- ব্যাখ্যা:When a group of words put together and works as noun is called noun phrase. ‘To win a prize’ এটি বাক্যে noun এর কাজ করছে তাই এটি noun phrase. Choose the word opposite in meaning to ‘terse’: ব্যাখ্যা:Terse – সংক্ষিপ্ত, এর opposite meaning হলো detailed – বিশদ, সবিস্তার, পুঙ্খানুপুঙ্খ; expressive – স্পষ্ট, ভাবপ্রবণ; descriptive – বর্ণনামূলক। ‘Who’s that?’ in this sentence ‘that’ is a/an- ব্যাখ্যা:বাক্যটিতে that শব্দটি pronoun. What is the noun form of the word ‘know’? ব্যাখ্যা:Verb- know (জানা) এর noun হলো knowledge (জ্ঞান); knowledgeable (জ্ঞানী) হলো adjective. ‘Why, then, ‘its none to you, for there is nothing either good or bad, but thinking makes it so.’ This extract is taken from the drama- ব্যাখ্যা:উক্তিটি Shakespeare রচিত play Hamlet থেকে নেয়া হয়েছে। উক্তিটি নায়ক Hamlet তার বন্ধু Rosencrantz এবং Guildenstern কে উদ্দেশ্য করে বলেছিলেন। ‘Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield’ is taken from the poem written by- ব্যাখ্যা:উক্তিটি Alfred Tennyson এর কবিতা Ulysses থেকে নেয়া হয়েছে। ‘Give somebody a piece of you mind’ means to- ব্যাখ্যা:‘Give somebody a piece of you mind’ অর্থ কারো অন্যায়ের জন্য তার সাথে রাগান্বিত ভাব প্রকাশ করা। ‘I shall help you provided― you obey me.’ Here the underlined word is a/an- ব্যাখ্যা:Provided শব্দটি দ্বারা দুটি sentence যুক্ত থাকায় এখানে provided শব্দটি conjunction এর কাজ করেছে। Identify the correct spelling: ব্যাখ্যা:সঠিক বানানটি questionnaire যার অর্থ লিখিত প্রশ্নাবলী। Which ‘but’ is a preposition? ব্যাখ্যা:এখানে but শব্দটি ছাড়া বা ব্যতীত অর্থে preposition হিসেবে ব্যবহৃত হয়েছে। Who is not a romantic poet? ব্যাখ্যা:উল্লিখিত poet দের মধ্যে শুধুমাত্র T. S. Eliot Modern period এর poet এছাড়া আরও কিছু Modern period এর poet হলো: Dylan Thomas, Ezra Pound, W.B Yeats, W.H Auden. অন্যদিকে P. B Shelley, S. T. Coleridge, John Keats হলো Romantic period এর poet. In Shakespeare’s play Hamlet, Hamlet was prince of- ব্যাখ্যা:In Shakespeare’s tragedy ‘Hamlet’- Hamlet was the prince of Denmark, title role and protagonist. Adela Quested and Mrs. Moore are characters from the novel- ব্যাখ্যা:‘A Passage to India’ হলো E.M Forster এর novel. এ novel এর আরো কিছু চরিত্র হচ্ছে- Mrs. Moore, Aziz, Adela Quested, Ronny Heaslop, Cyril Fielding. ‘Time held me Green and dying Though I sang in my chains like the sea.’ These lines have been quoted from Dylan Thomas’ poem- ব্যাখ্যা:উক্তিটি Dylan Thomas এর কবিতা Fern Hill থেকে নেওয়া হয়েছে। তাঁর বিশেষ কিছু সাহিত্যকর্ম- Fern Hill, Do not go gentle into that good night, Under Milk Wood ইত্যাদি। One whose attitude is ‘eat, drink and be merry’ is- ব্যাখ্যা:Materialistic – জড়বাদী, প্রকৃতিবাদী; Epicurean – বিলাসপ্রিয়, রূচিবাগীশ, দৈহিক সুখভোগী; Cynic – ছিদ্রান্বেষী লোক; Stoic – নির্বিকার, বিষয়বিমুখ। ‘Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Ilium?’ Who speaks the famous lines? ব্যাখ্যা:উক্তিটি Christopher Marlowe রচিত Dr. Faustus থেকে নেয়া হয়েছে। এখানে, Greek Mythological Figure ‘Helen’ এর উদ্দেশ্যে Faustus উক্তিটি করেন। Dr. Faustus এর ব্যবহৃত আরো কিছু গুরুত্বপূর্ণ উক্তি- ● “Hell is just a frame of mind.”, ● “Fools that will laugh on earth, most weep in hell.” ● “He that loves pleasure must for pleasure fall.” ● “Hell hath no limits, nor is circumscribed In one self place, for where we are is hell, And where hell is must we ever be.” The Character ‘Alfred Doolittle’ is taken from Shaw’s play titled- ব্যাখ্যা:G.B Shaw রচিত Play ‘Pygmalion’ এর কিছু চরিত্র হলো: Eliza Doolittle, Professor Henry Higgins, Alfred P. Doolittle, Colonel Hugh Pickering. The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by- ব্যাখ্যা:‘The Love Song of J. Alfred Prufrock’ poem টি T. S. Eliot রচিত। তাঁর আরও কিছু কবিতা হলো- The Waste Land, The Hollow Men, Ash Wednesday, Preludes ইত্যাদি। এছাড়া W. B. Yeats এর প্রধান কবিতা সমূহ: The Second Coming, The Lake Isle of Innisfree, Easter, Sailing to Byzantium ইত্যাদি। Walter Scott এর কিছু সাহিত্যকর্ম: The Lady of the Lake, Marmion, Waverley, Rob Roy ইত্যাদি। Robert Browning এর কিছু সাহিত্যকর্ম: My Last Duchess, Porphyria's Lover, The Ring and the Book ইত্যাদি। বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরী’ শান্তি পুরস্কার প্রদান করা হয়? ব্যাখ্যা:১৯৭২ সালের ১০ অক্টোবর বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরী’ পুরস্কার প্রাপ্তির নাম ঘোষণা করা হয়। প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর সাল ভুল দেওয়া আছে। পরবর্তীতে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করা হয়। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরে কুরি দম্পতি বিশ্ব শান্তির সংগ্রামে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় করে রাখতে বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে, মানবতার কল্যাণে, শান্তির স্বপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে ‘জুলিও কুরি’ শান্তি পদকে ভূষিত করে আসছে। ঐতিহাসিক ‘ছয়দফা দাবিতে’ যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না- ব্যাখ্যা:১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফার প্রস্তাবসমূহ- প্রস্তাব - ১ : শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। প্রস্তাব - ২ : কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। প্রস্তাব - ৩ : মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা। প্রস্তাব - ৪ : রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। প্রস্তাব - ৫ : বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। প্রস্তাব - ৬ : আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। ‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে? ব্যাখ্যা:৬৩৭ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় অরাজকতা, আত্মকলহ এবং বিদেশী আক্রমণ নেমে আসে। বাংলা বা বাঙ্গাল পুণ্ড্রবর্ধন, কর্ণসুবর্ণ, তাম্রলিপ্ত, সমতট ইত্যাদি অঞ্চলে ভাগ হয়ে যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বণিকরা ক্ষমতা দখলে নেমে পড়ে। এ অরাজকতাপূর্ণ সময় (৭ম-৮ম শতক) বাংলার ইতিহাসকে মাৎস্যন্যায় (বড় মাছ ছোট মাছ খেয়ে ফেলার রূপক অরাজকতা) বলা হয়ে থাকে। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? ব্যাখ্যা:আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এ সময় বাংলার রাজধানী ছিল গৌড়। আলাউদ্দীন হোসেন শাহ তাঁর রাজধানী গৌড় হতে একডালাতে স্থানান্তর করেন। তাঁর শাসনকালে বঙ্গে জ্ঞান–বিজ্ঞান ও শিল্পকলার অভাবিত উন্নতি সাধিত হয়েছিল। এজন্য তার শাসনকালকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? ব্যাখ্যা:ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন নওয়াব সলিমুল্লাহ। শিক্ষাই মুসলমানদের মুক্তির একমাত্র পথ- এ বিবেচনায় গভর্নমেন্ট সর্বান্তকরনে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নওয়াব সলিমুল্লাহ ভারত সচিবের কাছে সুপারিশ করেন। তদনুসারে ১৯১২ সালের ২২ ফেব্রুয়ারি এক ইশতেহারে ভারত সরকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করা হয়। ১৯২১ সালের জুলাই মাসে যথারীতি এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আরম্ভ হয়। নওয়াব সলিমুল্লাহ তার স্বপ্নে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে যেতে পারেননি। তার অবদানকে স্মরণীয় করার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এর প্রথম নির্মিত হলের নামকরণ করা হয় ‘সলিমুল্লাহ মুসলিম হল’। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ব্যাখ্যা:ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দীন। ১৯৫২ সালের ২৬ জানুয়ারি তিনি ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন, “উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? ব্যাখ্যা:আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি-তে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। গুহাটিকে আলুটিলা রহস্যময় গুহা (Alutila Mysterious Cave)-ও বলা হয়। বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন? ব্যাখ্যা:লক্ষ্মণ সেনের মৃত্যুর পর তার প্রথম পুত্র বিশ্বরূপ সেন (১২০৬ - ১২২৫) রাজা হন। বিশ্বরূপ সেনের পর রাজা হন লক্ষ্মণ সেনের দ্বিতীয় পুত্র কেশব সেন(১২২৫-১২৩০)। কেশব সেনই ছিলেন সেন বংশের শেষ শাসনকর্তা। যদিও বিশ্বরূপের শাসনামলেই কেশব সেন বিক্রমপুর শাসন করেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী? ব্যাখ্যা:প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড্রই ছিল সবচেয়ে প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদ। খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে লিখিত বৈদিক সাহিত্য ও মহাভারতে পুণ্ড্র জাতির উল্লেখ আছে। ধারণা করা হয়, এ জাতিই পুণ্ড্র জনপদ গড়ে তুলেছিল। এ জনপদের রাজধানী ছিল পুণ্ড্রনগর। সে সময়কার জনপদটি বর্তমানের বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে বিস্তৃত ছিল। বৈয়াকরণিক পাণিনির গ্রন্থে সর্বপ্রথম গৌড় নামের উল্লেখ পাওয়া যায়। হরিবোল ও তাম্রলিপ্ত খ্রিষ্টীয় সপ্তম শতকের কাছাকাছি গড়ে ওঠা জনপদ। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ব্যাখ্যা:আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার সন্তোষে ১৯৫৭ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় কাগমারী সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সম্মেলনের প্রধান এজেন্ডা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও বৈদেশিক নীতি। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়? ব্যাখ্যা:৪ এপ্রিল বাংলাদেশ বাহিনী বেসরকারিভাবে গঠন হলেও এটি পুনর্গঠন করা হয় ১১ এপ্রিল ১৯৭১। ১২ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? ব্যাখ্যা:বাংলাদেশের সংবিধান এর অনুচ্ছেদ ৭(খ) অনুযায়ী সংবিধানের প্রস্তাবনা, প্রথম ও দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগের বিধানাবলি সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ বাতিল বা সংশোধন করা যাবে না। বাংলাদেশের সংবিধানের এয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল? ব্যাখ্যা:বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়বস্তু হল নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? ব্যাখ্যা:৪র্থ তফসিল ১৫০ (১) অনুচ্ছেদ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি। এই তফসিলের ৩ (৩) ধারা অনুযায়ী এই সংবিধানের যে বিধান সংসদের উপর আইন-প্রণয়নের ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করিয়াছে, উপরি-উক্ত পদ্ধতিতে সংসদ প্রথমবার মিলিত না হওয়া পর্যন্ত সেই বিধান রাষ্ট্রপতিকে আদেশের দ্বারা আইন-প্রণয়নের ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করিয়াছে বলিয়া বিবেচিত হইবে এবং এই অনুচ্ছেদের অধীন প্রণীত কোন আদেশ এইরূপ সক্রিয় হইবে, যেন তাহার বিধানাবলি সংসদ কর্তৃক বিধিবদ্ধ হইয়াছে। এবং ১৭(২) অনুযায়ী এই সংবিধান-প্রবর্তনের পূর্বে প্রচলিত অস্থায়ী সাংবিধানিক ব্যবস্থা হইতে এই সংবিধানের বিধানাবলীতে উত্তরণের জন্য উদ্ভূত যেকোনো অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে রাষ্ট্রপতি আদেশের দ্বারা নির্দেশ দান করিতে পারিবেন যে, অনুরূপ আদেশে নির্ধারিত মেয়াদের জন্য তাঁহার বিবেচনায় যেরূপ আবশ্যক বা সমীচীন হইবে, সেইরূপ পরিবর্তন, সংযোজন বা পরিবর্জনের মাধ্যমে গৃহীত উপযোগীকরণ- সাপেক্ষে এই সংবিধান কার্যকর হইবে। কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশি’ নেত্রকোনায়? ব্যাখ্যা:গারো উপজাতিদের আবাসস্থল মূলত ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা, টাঙ্গাইল, জামালপুর, সুনামগঞ্জ ও সিলেট।বিরিশিরি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম। প্রদত্ত প্রশ্নে ‘বিরিশি’ ভুল বানানটি দেওয়া হয়েছে। এর সঠিক বানান ‘বিরিশিরি’। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়? ব্যাখ্যা:আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যে ভারসাম্য রক্ষা করে। এছাড়া আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা ও বাণিজ্য প্রচার করা, সদস্য দেশগুলোর আর্থিক ও আর্থিক নীতিসমূহের সমন্বয় সাধন করা। তাদেরকে ঋণ প্রদানের ভারসাম্য নিষ্পিত্তির জন্য exchange সরবরাহ করা এবং বিনিময় হার প্রদান করা। IMF এর bailout package- এর মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য রক্ষা করে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? ব্যাখ্যা:অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা অশোক তৃতীয় মৌর্য সম্রাট ছিলেন, যিনি পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেন এবং ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট দাক্ষিণাত্যের কিছু অংশ ব্যতীত ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল শাসন করেন। তাঁকে একজন সর্বভারতীয় সম্রাট বলা যায়। তিনি শুধু বর্তমান ভারত ও পার্শ্ববর্তী দেশগুলো শাসনই করেননি বরং এসব অঞ্চলের সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? ব্যাখ্যা:১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটেনের রাজা ছিলেন ৫ম জর্জ এবং ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তিনি ১৯১২ সালে রাজধানী দিল্লীতে হস্তান্তর করেন। ঢাকা শহরের গোড়াপত্তন হয়- ব্যাখ্যা:সুলতানি আমলে বাংলার রাজধানী ছিলো সোনারগাঁও। মুঘল আমলের মধ্যেভাগে ঢাকা শহরের গোড়াপত্তন শুরু হয়। ১৫৭৬ সালে সম্রাট আকবর বাংলা জয় করে এর নাম দেন সুবা বাংলা। এই সময় বাংলায় বারো ভূঁইয়াদের আগমন ঘটে। সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্ত ভাবে বারো ভূঁইয়াদের দমন করে ১৬১০ সালে ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন এবং এর নাম দেন জাহাঙ্গীরনগর। এর পরে ১৬৬০ সালে মীর জুমলা পুনরায় বাংলার রাজধানী করে ঢাকা। স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (Youtube) প্রতিষ্ঠা করেন? ব্যাখ্যা:স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে ইউটিউব (Youtube) প্রতিষ্ঠা করেন বাংলাদেশী বংশোদ্ভুত জাবেদ করিম। তার জন্ম তৎকালীন পূর্ব জার্মানিতে। ইংরেজিতে তার নামের বানান ‘Jawed Karim’, অর্থাৎ জাবেদ করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? ব্যাখ্যা:বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথ অব নেশনস-এর সদস্যপদ গ্রহণ করে। একারণে (বাংলাদেশের স্বীকৃতি বিষয়ে) ১৯৭২ সালের ৩০ জানুয়ারী পাকিস্তান কমনওয়েলথের সদস্যপদ ত্যাগ করে। পরে অবশ্য, ১৯৭৫ সালে পাকিস্তান পুনরায় সদস্যপদ গ্রহণ করে। পাকিস্তান ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। কে বীরশ্রেষ্ঠ নন? ব্যাখ্যা:মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠের নাম নিম্নরূপ- (ক) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, (খ) সিপাহী হামিদুর রহমান, (গ) সিপাহী মোস্তফা কামাল, (ঘ) স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, (ঙ) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, (চ) ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, (ছ) ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? ব্যাখ্যা:বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ, ১৯৭৩ সালে। ৩০৮টি আসন পেয়ে আওয়ামীলীগ নির্বাচিত হয়। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? ব্যাখ্যা:প্রান্তিক হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত। বান্দরবান থেকে কেরাণীহাট যাবার পথে হলুদিয়া নামক স্থানে এর অবস্থান। কেরাণীহাট থেকে ২০ মিনিট গাড়ি চালালে এ হ্রদে পৌঁছানো সম্ভব। জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? ব্যাখ্যা:বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের লাহোরে ১৯৭৪-এর ২৩-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? ব্যাখ্যা:সংসদ নেতা হলেন বাংলাদেশের জাতীয় সংসদে শাসক দলের নেতা, যিনি জাতীয় সংসদে সরকারের কার্যক্রম নির্ধারন ও পরিচালনার জন্য দায়ী থাকেন। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ নেতার কার্যালয় অবস্থিত। সংসদ নেতা ও সংসদ উপনেতা সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন। বাংলাদেশের প্রথম সংসদ নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান এবং বর্তমান সংসদ নেতা হলেন শেখ হাসিনা। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? ব্যাখ্যা:বাংলাদেশ সংবিধানের ২৫নং অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে রাষ্ট্র (ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন; (খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; এবং (গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? ব্যাখ্যা:সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ব্যাখ্যা:বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের ৫টি রাজ্য রয়েছে। যথা- আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গ। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? ব্যাখ্যা:ভারতের ত্রিপুরা রাজ্যের আমসার হাতিমেরছড়া গ্রামে সমাধি ছিল। ১০ ডিসেম্বর, ২০০৭ সালে তাঁর দেহাবশেষ ত্রিপুরা হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরদিন ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
Question 68
Question 69
Question 70
Question 71
Question 72
Question 73
Question 74
Question 75
Question 76
Question 77
Question 78
Question 79
Question 80
Question 81
Question 82
Question 83
Question 84
Question 85
Question 86
Question 87
Question 88
Question 89
Question 90
Question 91
Question 92
Question 93
Question 94
Question 95
Question 96
Question 97
Question 98
Question 99
Question 100
Question 101
Question 102
Question 103
Question 104
Question 105
Question 106
Question 107
Question 108
Question 109
Question 110
Question 111
Question 112
Question 113
Question 114
Question 115
Question 116
Question 117
Question 118
Question 119
Question 120
Question 121
Question 122
Question 123
Question 124
Question 125
Question 126
Question 127
Question 128
Question 129
Question 130
Question 131
Question 132
Question 133
Question 134
Question 135
Question 136
Question 137
Question 138
Question 139
Question 140
Question 141
Question 142
Question 143
Question 144
Question 145
Question 146
Question 147
Question 148
Question 149
Question 150
Question 151
Question 152
Question 153
Question 154
Question 155
Question 156
Question 157
Question 158
Question 159
Question 160
Question 161
Question 162
Question 163
Question 164
Question 165
Question 166
Question 167
Question 168
Question 169
Question 170
Question 171
Question 172
Question 173
Question 174
Question 175
Question 176
Question 177
Question 178
Question 179
Question 180
Question 181
Question 182
Question 183
Question 184
Question 185
Question 186
Question 187
Question 188
Question 189
Question 190
Question 191
Question 192
Question 193
Question 194
Question 195
Question 196
Question 197
Question 198
Question 199
Question 200