The Neo-Classical Period (1660-1798) বা Pseudo-classical Age বলতে সাধারণত এ যুগের লেখকদের কৃত্রিমতাকে বোঝানো হয়। তাঁরা প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যের অনুকরণে সাহিত্য রচনা করেন তবে তাতে সে যুগের মৌলিকতার অভাব ছিল । এ যুগকে আবার তিনটি ছোট যুগে ভাগ করা হয়েছে -
(1) The Restoration Period
(2) The Augustan Period
(3) The Age of Sensibility
The Restoration Period
Restoration (1660-1700) যুগে ইংল্যান্ডে শিল্পায়ন (Industrialization) শুরু হয়। মত প্রকাশের স্বাধীনতা এবং ছাপাখানা উন্মুক্ত করা হয়। John Dryden এ যুগের কবি-প্রাবন্ধিক- নাট্যকারদের প্রতিনিধিত্ব করেছেন বলে অনেকে এই যুগটাকে The Age of Dryden হিসেবে অভিহিত করেন। এ যুগের সাহিত্যের প্রধানতম বৈশিষ্ট্য ছিল Satirical (ব্যঙ্গাত্মক)।
John Bunyan (১৬২৮ - ১৬৮৮ খ্রি.)
জন বানিয়ান একজন পাদ্রি ছিলেন। তাঁর বিখ্যাত রচনা ‘দ্য পিলগ্রিমস প্রোগ্রেস' গ্রন্থটিকে বাইবেলের পরেই স্থান দেওয়া হয়। তাঁর সাহিত্যকর্ম-
Religious | The Pilgrim's Progress (1678) |
Allegory | The Holy War (1682) |
The Pilgrim's Progress জন বানিয়ান এর সর্বশ্রেষ্ঠ রচনা। ফরাসি সমালোচক টেইন অকুণ্ঠভাবে প্রশংসা করে বলেছেন যে বাইবেলের পরেই পিলগ্রিমস এর স্থান ইংরেজি ভাষাভাষীদের কাছে। দ্য পিলগ্রিমস প্রগ্রেস একটি ধর্মনিষ্ঠ রূপক কাহিনি। গল্পটিতে বাইবেলের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র গ্রেসলেস, যার বর্তমান নাম ক্রিস্টিয়ান (Christian) এর লক্ষ্য অনন্ত জীবন লাভ। গায়ে তার জীর্ণ পোশাক এবং পিঠে পাপের বোঝা। পার্থিব যন্ত্রণা ও পাপবোধ থেকে মুক্তি লাভের আশায় তিনি ইভানজেলিস্ট (Evangelist) নামক ধর্মোপদেশক এর পরামর্শে স্বর্গীয় নগরীর দিকে অগ্রসর হন। ক্রিস্টিয়ান চায় তার স্ত্রী পুত্ররাও তার সাথে সফরে বের হোক কিন্তু তারা তার কথায় গুরুত্ব দেয় না। সে একাই পথে বের হয়। হতাশার জলাভূমি পেরিয়ে সে উইকেট গেটে পৌছায় । ইন্টারপ্রিটারের (Interpreter) বাড়িতে গিয়ে সে বিভিন্ন ধর্মীয় চিত্রাবলী দেখে আত্মিক উন্নতি ঘটায়। যীশুর সমাধির কাছে আসার পর পিঠের পাপের বোঝাটা নেমে যায়। অতঃপর উজ্জ্বল পোশাকের কয়েকজন এসে তার গায়ের ছেঁড়া মলিন পোশাক পরিবর্তন করে নতুন পোশাক পরিয়ে দেয়। তার হাতে নগরীতে প্রবেশের অনুমতি পত্রও তুলে দেওয়া হয়। এরপর তিনি ধর্মপ্রাণ খ্রিস্টানদের সমবেত স্থান ‘বিউটিফুল’ রাজপ্রাসাদে (the Palace Beautiful) পৌঁছান। এখান থেকে তাকে পথের বিপদ আপদ মোকাবেলার জন্য অর্থ সরবরাহ করা হয়। প্রাসাদ থেকে বের হয়ে সে এপোলিয়ন (Apollyon) নামক এক দৈত্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং তিনি জয়ী হন। অসীম সাহসিকতা নিয়ে হিউমেলিয়েশান ও মৃত্যু উপত্যকা পার হন। এ সময় ফেইথফুল (Faithful) নামক এক তীর্থযাত্রীর সাথে তার দেখা হয়, যাকে ভেনিটি নামক নগরীতে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় । কিছুদিন পর ক্রিস্টিয়ান কারাভোগ থেকে মুক্তি পান। যাত্রাপথে সে হোপফুল (Hopeful) নামক তীর্থযাত্রীর সাক্ষাৎ পায়, যার চরিত্র অনেকটা ফেইথফুলের মতই। হোপফুলের সাহায্যে ডেসপায়ার (Despair) নামক দৈত্যের কবল থেকে সে রক্ষা পায় । অতঃপর তারা ডিলেকটেবল (Delectable) পর্বতের পাদদেশে পৌঁছায়। সেখানকার মেষপালকেরা তাদের অনেক দর্শনীয় স্বর্ণ দেখায়। পর্বতের চূড়ায় নিয়ে তাদের স্বর্গীয় নগরীর কিছু অংশ দেখানো হয়। অবশেষে মৃত্যু নদী পার হয়ে তারা স্বর্গীয় নগরীতে পৌঁছায়। গল্পের দ্বিতীয় অংশে দেখা যায়, ক্রিস্টিয়ানের স্ত্রী, চার ছেলে, প্রতিবেশীর মেয়ে মার্সি মুক্তি লাভের আশায় ক্রিস্টিয়ানের পথ ধরে এগিয়ে চলে ।
John Dryden (১৬৩১ - ১৭০০ খ্রি.)
জন ড্রাইডেন নর্থদাম্পটনশায়ারের নিকট আউন্ডেল গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি কবি হিসেবেই প্রসিদ্ধ ছিলেন। Absalom and Achitophel (অ্যাবসালম এবং একিটোফেল) কাব্যটি রচনা করে তিনি অমর হয়ে আছেন । কাব্যটিতে ড্রাইডেন বাইবেলের একটি ঘটনার অনুকরণে নিজের যুগের একটি রাজনৈতিক ঘটনাকে কাব্যে রূপদান করেছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
Poetry | Astraea Redux ( 1660 ) |
Absalom and Achitophel (1681) | |
King Arthur (1691) | |
Drama | All for Love |
Don Sebastian | |
Aureg-zebe | |
Amboyna | |
Essay | An Essay on Dramatic Poesy |
All for Love Or, The World Well Lost নাটকটিতে জন ড্রাইডেন অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। নাটকটি তিনি জনসাধারণের মনোরঞ্জনের জন্য না লিখে নিজের আনন্দের জন্য লিখেছেন। অমিত্রাক্ষর ছন্দে রচিত নাটকটি। ট্র্যাজেডিতে দেখা যায়, রোমান বীর সেনাপতি (Antony) এবং মিশরের রানী (Cleopatra) উভয়ে একে অন্যকে খুব ভালোবাসে এবং ভালোবাসার জন্য তারা সবকিছু ছাড়তে সক্ষম। তাই ক্ষমতা, খ্যাতি, সম্মান ও পরিবার ছেড়ে Antony আলেক্সান্দ্রিয়াতে (Alexandria) ক্লিওপেট্রার প্রাসাদে অবস্থান নেয়। অন্যদিকে Cleopatra, Antony কে চিরতরে পাওয়ার জন্য Octovias এর হাতে Antony কে তুলে দিতে অস্বীকৃতি জানায়। Antony যখন ক্লিওপেট্রার মিথ্যা মৃত্যুর সংবাদ শোনে, তখন সে আত্মহত্যা করে । আর অন্যদিকে Cleopatra বিষপানে আত্মহত্যা করে ।
Other writers and their works-
Writers | Works |
---|---|
Samuel Butler (স্যামুয়েল বাটলার) ( 1613-1680) |
তিনি প্রধানত তাঁর satirical কবিতা হুডিরাস ( Hudibras) এর জন্য বিখ্যাত। |
John Locke (জন লক) (1632-1704) |
১৬৮৮ সালে তিনি Royal Society'র সদস্য হন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম- An Essay Concerning Human Understanding (1690) Two Treatises on Government (1690) |
William Wycherley (উইলিয়াম উইচার্লি) (1640-1716) |
তাঁর উল্লেখযোগ্য নাটক- Love in a Wood (1671) The Gentleman Danci Master (1672) The Country Wife (1674) The Plain Dealer (1676) |
Aphra Behn (আফ্রা বেন) ( 1640-1689) |
Novel : The Fair Jilt (1688) , Oroonoko (1688) Play : Like Father, Like Son (1682) The Emperor of the Moon (1687) The Rover (1677) |
Thomas Otway (টমাস অটওয়ে) (1652-1685) |
Venice Preserv'd, or A Plot Discover'd (1682) The Orphan or The Unhappy Marriage 1680 |
Nathaniel Lee (ন্যথানিয়েল লী) (1653-1692) |
Play : The Rival Queens, or the Death of Alexander the Great (1676) |
The Augustan Period
The Augustan Period (1702-1745) অগাস্টান যুগ ১৭০২ খ্রি. থেকে শুরু হয়ে ১৭৪৫ খ্রি. পর্যন্ত বিস্তৃত। সম্রাট অগাস্টাস খ্রিষ্টপূর্ব ২৭ অব্দ থেকে ১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত ইতালির রাজত্ব করেন । তাঁর নামানুসারে এ যুগের নামকরণ করা হয় অগাস্টান যুগ। এ যুগকে Classical যুগ বা The Age of Pope হিসেবেও গণ্য করা হয়। কারণ Alexander Pope এ যুগের প্রতিনিধিত্ব করেন। ১৭০২ সালে লন্ডন থেকে প্রকাশিত হয় প্রথম ইংরেজি দৈনিক ‘The Daily Courant' যা এ যুগের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ।
Daniel Defoe (১৬৬০ – ১৭৩১ খ্রি.)
ড্যানিয়েল ডিফো লন্ডনে জন্মগ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Novel | Robinson Crusoe, 1719 (রবিনসন ক্রুশো) |
Captain Singleton, 1720 (ক্যাপ্টেন সিঙ্গলটোন) | |
Moll Flanders (মল ফ্লান্ডার্স) | |
Lady Raxana (লেডি র্যাক্সানা) | |
Colonel Jack, 1722 (কর্নেল জ্যাক) |
Robinson Crusoe উপন্যাসের নায়ক রবিনসন ক্রুশো এক মধ্যবিত্ত পরিবারে ১৬৩২ সালে ইংল্যান্ডের ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা জার্মান বংশোদ্ভূত একজন ব্যবসায়ী। তিনি চেয়েছিলেন তার ছোট ছেলে Crusoe আইন বিষয়ে পড়াশুনা করুক। কিন্তু বাবা-মা উভয়কে হতাশ করে তিনি সমুদ্র ভ্রমণের ইচ্ছা পোষণ করেন। তিনি ১৬৫১ সালে ১লা সেপ্টেম্বর তার বাবার এক বন্ধুর জাহাজে করে প্রথম সমুদ্রে যাত্রা করেন। পরবর্তীতে গিনির উদ্দেশ্যে সমুদ্রেপথে যাত্রাকালে মারাত্মক ঝড়ের কবলে পড়েন এবং তাদের জাহাজ ধ্বংস হলে তিনি নিজেকে এক নির্জন দ্বীপে আবিষ্কার করেন । দ্বীপটি ছিল প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং সেখানে কোনো ক্ষতিকর প্রাণী ছিল না । সেখানে তিনি জমি চাষ করেন, ছাগল পালন করেন । তিনি নরখাদকদের হাত থেকে Friday নামক এক বর্বরকে ও তার বাবা Spaniard কে রক্ষা করেন। বিদ্রোহী নাবিকদের কাছ থেকে তিনি একজন ইংরেজ Captain কেও রক্ষা করেন। পরবর্তীতে দ্বীপের জীবন তাকে ধার্মিক মানুষে পরিণত করে। তিনি সবসময় এই নির্জন দ্বীপ থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করতেন। অবশেষে তিনি এই দ্বীপে দীর্ঘ ২৮ বছর ২ মাস ১৯ দিন কাটিয়ে স্বদেশে যাওয়ার সুযোগ পেলেন ।
Jonathan Swift (১৬৬৭ - ১৭৪৫ খ্রি.)
জোনাথন সুইফ্ট, বিখ্যাত রম্য রচয়িতা (a famous satirist), আয়ারল্যান্ডের ডাবলিন শহরে ইংরেজ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যঙ্গাত্মক রচনার (Satirical works) জন্য বিখ্যাত। ১৭৩৭ সালের শেষের দিকে সুইফ্ট মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে বদ্ধ উন্মাদে পরিণত হন। শেষে বোবা ও বধির হয়ে যান। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
Satire | The Battle of the Books (1704) |
A Tale of a Tub (1704) | |
Gulliver's Travels (1726) |
Gulliver's Travels একটি দুঃসাহসিক অভিযানের কাহিনি। নায়ক ছিলেন মার্টিন স্ক্রিবলার্স (Martin Scriblers) কিন্তু পরে তার নাম পরিবর্তন করে রাখা হয় লামুয়েল গালিভার (Lamuel Gulliver)। গালিভার চারটি দেশ ভ্রমণ করেন। প্রথম খণ্ডে গালিভার বামুনের দেশ (A Voyage to Lilliput), ক্ষুদ্রাকার লোকের দেশে উপস্থিত হলেন । এই মানবাকারেরা দেহে ক্ষুদ্র, কিন্তু অহংকারে আকাশস্পর্শী। এরাই হল মানুষের প্রতীক। একটা ডিম কোন দিক দিয়ে ভাঙা হবে- এই হল দুই রাজনৈতিক দলের ঝগড়ার কারণ ।
দ্বিতীয় খণ্ডে গালিভার দানবের দেশ ব্রবডিংনাগে (A Voyage to Brobdingnag) এসে পড়েছেন। এরা সংখ্যায় প্রচুর এবং সহজ সরল। তাদের ভবনগুলো সমান্তরাল কিন্তু বাস্তবসম্মত। তাদের ভাষার শব্দ ভাণ্ডার সীমিত। তারা নিরানন্দ প্রকৃতির এবং তাদের সৌন্দর্য ও সৃজনশীলতার অভাব রয়েছে। তাদের রাজা একজন দার্শনিক এবং তিনি আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করেন।
তৃতীয় খণ্ডে গালিভার লাপুটানদের দেশে (A Voyage to Laputa) উপস্থিত হলেন। সেখানে শুধু বৈজ্ঞানিক ও দার্শনিকদের বাস। একজন বৈজ্ঞানিক শসা থেকে সূর্যরশ্মি নিষ্কাশন করার দূরহ কাজে ব্রতী। অন্যান্য বৈজ্ঞানিকরাও বিভিন্ন হাস্যোদ্দীপক কাজে ব্যস্ত। এখানে জনাথন সুইফট বৈজ্ঞানিকদের তীব্র আক্রমণ করেছেন।
চতুর্থ খণ্ডে গালিভার Houyhnhnms নামক ঘোড়ার দেশে (A Voyage to Houyhnhnms) উপস্থিত হন । Houyhnhnms নামক ঘোড়ারা মানুষের চেয়ে সবদিক থেকেই শ্রেষ্ঠ। তারা Yahoo দের মতো মানুষদের নিয়ন্ত্রণ করে। তাদের একটি আদর্শ সমাজ রয়েছে সেখানে তারা মিথ্যা, হিংসা, ঘৃণা ইত্যাদি থেকে মুক্ত। তারা সকলকে সমানভাবে ভালোবাসে এবং বাস্তবতার ওপর জোর দেয়। অন্যদিকে Yahoo রা নোংরা, বর্বর, অসভ্য। তাদের বাস্তবতার প্রতি মনোযোগ নেই। তারা মূলত আবেগ দ্বারা পরিচালিত ।
A Tale of a Tub জোনাথন সুইফটের একটি রূপকাকারে গদ্যে রচিত ব্যঙ্গাত্মক রচনা। ' A Tale of a Tub শিরোনামটি তিনি নাবিকদের একটি প্রচলিত রীতি থেকে গ্রহণ করেছিলেন। নাবিকেরা যদি কোনো তিমি মাছ দেখতে পায় তবে তার উদ্দেশ্যে একটি শূন্য টব ছুঁড়ে দেয় যাতে করে তিনি মাছটির মনোযোগ অন্যদিকে আকৃষ্ট হয় এবং জাহাজটি রক্ষা পায়। এই ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে সুইকট দেখাতে চাইলেন যে, তথাকথিত খ্রিষ্টধর্ম যিশুখ্রিষ্টের ধর্ম থেকে আলাদা। এই গল্পটি বোঝাবার জন্য সুইফট একটি গল্পের অবতারণা করেন। একজন ভদ্রলোক পিটার (Peter), মার্টিন (Martin) ও জ্যাক (Jack) নামক তিন ছেলের প্রত্যেককে একটি কোট দিয়ে যান। পিটার হলেন ক্যাথলিক চার্চের প্রতীক, মার্টিন হলেন চার্চ অব ইংল্যান্ডের প্রতীক এবং জ্যাক হলেন পিউরিটান ধর্মের প্রতীক। কোট দেওয়ার সময় ঐ ভদ্রলোক প্রত্যেক ছেলেকে বলে গিয়েছিলেন যে, তারা যেন প্রত্যেকেই নিজের কোটের তত্ত্বাবধান করেন। তিনি উইলে একথাও লিখে গিয়েছিলেন যে, তারা যেন পরস্পরের সাথে ঝগড়া না করে একই বাড়িতে থাকেন। বাবার আদেশ অগ্রাহ্য করে তারা তিনজনেই মারামারি শুরু করলেন। বড় ভাই পিটার ছোট দুইভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন এবং তিনি তার কোটে প্রচুর কারুকাজ করলেন। অর্থাৎ ক্যাথলিক চার্চ বিলাসিতায় ডুবে গেল। মার্টিন তার কোটের কারুকাজ কিছুটা বর্জন করলেন। আর জ্যাক অর্থাৎ পিউরিটান ধর্মাবলম্বীরা কোটটিকে কেটে ছেঁড়া কাঁথায় রূপান্তরিত করলেন ।
Alexander Pope (১৬৮৮ - ১৭৪৪ খ্রি.)
আলেকজান্ডার পোপ ইংরেজি সাহিত্যের প্রখ্যাত Mock-heroic Poet । তরুণ বয়সে আলেকজান্ডার পোপ কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। ফলে তাঁর শরীর একেবারে ভেঙ্গে পড়েছিল এবং বিকৃতও হয়ে গিয়েছিল । এই ভগ্ন শরীর নিয়ে পোপ শেষ বয়স পর্যন্তও ক্লান্তিহীন অনর্গল রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
Poem | Pastorals, 1709 (প্যাস্টোরালস) |
Windsor Forest, 1713 (উইন্ডসোর ফরেস্ট) | |
The Rape of The Lock, 1712 (দ্য রেপ অফ দ্য লক) | |
Essay on Man, 1733-34 (এসে অন ম্যান) | |
The Dunciad, 1728 (দ্য ডানসিয়েড) | |
Essay | On Criticism, 1711 (এসে অন ক্রিটিসিজম) |
Moral Essays, 1743 (মোরাল এসেজ) | |
Translation | Iliad (ইলিয়াড) |
Odyssey ( ওডিসি ) | |
Quotation | A little learning is a dangerous things. |
To err is human, to forgive, divine. |
The Rape of The Lock কাব্যটি কবি আলেকজান্ডার পোপ মক হিরোয়িক (mock heroic) রীতিতে রচনা করেছেন। এই কাব্যে দেখা যায়,অভিজাত পরিবারের অসাধারণ রূপসী রমণী বেলিন্দা (Belinda) যার রূপের ছটায় সূর্যের আলোও ম্লান হয়ে যায় যুবকেরা তার চারপাশে ভিড় করে একটু ভালবাসার প্রত্যাশায় কিন্তু সে কোনো পুরুষের প্রেমকে পাত্তা দেয় না । বেলিন্দার রূপ যৌবন রক্ষার দায়িত্ব নিয়েছে একদল অশরীরী প্রেতাত্মা, যাদের সর্দার অ্যারিয়েল (Ariel)। বেলিন্দার রূপে মোহিত হয় ব্যারন (Baron)। কিন্তু সে বেলিন্দার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে বেলিন্দার সৌন্দর্যের আধার দীর্ঘ চুলের বেণীর একটি কেটে নেয়। অশরীরী প্রেতাত্মারা বহু কৌশল প্রয়োগ করেও তা রক্ষা করতে পারে না। বেলিন্দা বেণী হারানোর শোকে হা হুতাশ করে। সে বেণী ফেরত পেতে আর্তি জানায় কিন্তু সে আর তা ফেরত পায় না। কারণ তাকে জানানো হয় তার বেণী স্থান পেয়েছে নক্ষত্রলোকে ।
William Congreve (১৬৭০ - ১৭২৯ খ্রি.)
উইলিয়াম কনগ্রিভ জোনাথন সুইফট্ ও পোপ এর বন্ধু ছিলেন। তিনি চিরকুমার ছিলেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Comedy | The Old Bachelor (1693) |
The Double Dealer ( 1693) | |
Love for Love (1695 ) | |
The Way of the World (1700) | |
Tragedy | The Mourning Bride (1697) |
Joseph Addison (১৬৭২-১৭১৯ খ্রি.) & Sir Richard Steele (১৬৭২ - ১৭২৯ খ্রি.)
জোসেফ এডিসন ছিলেন একজন ইংরেজ প্রাবন্ধিক, কবি, নাট্যকার ও রাজনীতিবিদ অন্যদিকে স্যার রিচার্ড স্টিল ছিলেন একজন আইরিশ লেখক, নাট্যকার ও রাজনীতিবিদ। তাঁদের দীর্ঘ জীবনের বন্ধুত্বের কারণেই মূলত তাঁরা বেশি পরিচিত। তাঁরা দুজনে মিলে The Spectator (1711) ম্যাগাজিন প্রকাশ করেন। তাঁদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Addison | Play | Cato |
Steele | The Tender Husband |
Henry Fielding (১৭০৭ - ১৭৫৪ খ্রি.)
হেনরি ফিল্ডিং ইংল্যান্ডের সমারসেটে জন্মগ্রহণ করেন। তাঁকে ইংরেজি উপন্যাসের জনক বলা হয় (Father of English novel)। তাঁর Pen name ছিল ‘Captain Hercules Vinegar’। রিচার্ডসনের 'পামেলা' (Pamela) উপন্যাসকে উপহাস করে ফিল্ডিং রচনা করেন Joseph Andrews। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Novel | Joseph Andrews (জোসেফ এন্ড্রুজ), 1742 |
Jonathan Wilde (জোনাথান ওয়াইল্ড), 1743 | |
Tom Jones (টম জোনস্), 1749 | |
Amelia (এমিলিয়া), 1751 | |
Play | Love in Several Masques (1728) |
Rape upon Rape (1730) | |
The Modern Husband (1732) | |
The Mock Doctor (1732) |
Joseph Andrews উপন্যাসে ফিল্ডিং প্রথমে Samuel Richardson এর ‘পামেলা’ কে ব্যঙ্গ করতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি সৃষ্টিধর্মী রচনায় প্রবৃত্ত হন। জোসেফ অ্যান্ড্রুস (Joseph Andrews) পামেলার ভাই। সেও বোনের মত প্রলোভন জয় করেছিল। কিন্তু পুরস্কারের বদলে বিধবা প্রভুপত্নীর তিরস্কার পেয়ে বিতাড়িত হলো। তারপর তার জীবনের নানা বিচিত্র কাহিনি বর্ণিত হলো। অ্যান্ড্রুস এর বন্ধু পারসন অ্যাডামস (Parson Adams) একটি অদ্ভুত কমিক চরিত্র।
Tom Jones হেনরি ফিল্ডিং এর শ্রেষ্ঠ উপন্যাস। প্রথম প্রকাশিত হয় ২৮ ফেব্রুয়ারি, ১৭৪৯। উপন্যাসটিতে দেখা যায়- প্রেমিক টম ও প্রেমিকা সোফিয়ার মিলনের পথে বাধা হয়ে দাঁড়ায় টমের জন্ম পরিচয়। টমের জন্ম পরিচয় ছিল না। কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সে সবার মনে জায়গা করে নিয়েছিল। সোফিয়া টমকে ভালবেসে ছিল। পিতা ওয়েস্টার্ন ও পিসির সতর্ক দৃষ্টি এড়িয়ে সোফিয়া টমের সাথে নিরুদ্দেশ পথের যাত্রী হয়েছে। এখানে টমের জন্ম পরিচয় বাধা হয়ে দাঁড়ায়নি। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল টমের চারিত্রিক দুর্বলতা। আর এই কারণেই সোফিয়া অভিমান করে মিলনের পথে নিজেই বাধা হয়ে দাঁড়িয়েছিল। সে চাইছিল টম পরিশুদ্ধ হলেই মিলনের লগ্ন আসবে তা না হলে সে আজীবন কুমারী থাকবে। পরিশেষে টম তার চরিত্রকে করেছে সংযত ও সংহত। তাদের মিলনের পথে আর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
Samuel Richardson (১৬৮৯ - ১৭৬১ খ্রি.)
১৮ শতকের এই ইংরেজ সাহিত্যিক ছিলেন একাধারে লেখক ও মুদ্রাকর। মূলত তিনি তাঁর বিখ্যাত তিনটি পত্রোপন্যাসের (epistolary novel) জন্য জগৎখ্যাত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Novel | Pamela Or, Virtue Rewarded (1740) |
Clarissa Or the History of a Young Lady (1748) |
|
The History of Sir Charles Grandison (1753) |
Pamela Or, Virtue Rewarded উপন্যাসটির প্রেরণা চিঠিপত্র লেখা থেকে । পত্রাকারে উপন্যাসটি লিখিত । চার খণ্ডে রচিত উপন্যাসটিতে একটি সুন্দরী তরুণী কী করে সমস্ত প্রলোভন জয় করে শেষ পর্যন্ত ধর্মপথে থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হলো তারই কাহিনি । পামেলা নামক এক তরুণী পরিচারিকার ওপর তার মনিব পাশবিক অত্যাচার করতে বদ্ধপরিকর। কিন্তু ধর্মের বর্ম পরিহিতা পামেলা বারংবার তার মনিবকে বাধা দেয় । তখন মনিব তার প্রতি শ্রদ্ধাপরবশ হয়ে তাকে বিবাহ করে ।
Clarissa Or, The History of a Young Lady উপন্যাসটি পামেলার চেয়ে শ্রেষ্ঠ। উপন্যাসে ক্ল্যারিসা লাভলেসকে ভালোবাসে। কিন্তু ক্ল্যারিসার ভাই এবং বোন দু'জনেই নিজেদের সুবিধার জন্য তাকে সোমস এর সাথে বিয়ে দিতে বদ্ধপরিকর। এমনকি ক্ল্যারিসার মা-বাবা পর্যন্ত সোমসকে বিবাহ করার জন্য তার ওপর অত্যাচার চালাল । লাভলেস চক্রান্ত করে ক্ল্যারিসাকে নিয়ে উধাও হলো । দেখা গেল কামাতুর লাভলেস বিবাহে অনিচ্ছুক। লাভলেস ক্ল্যারিসাকে নিয়ে এক গণিকালয়ে তুলল। মোহমুক্ত ক্ল্যারিসা আজ লাভলেসকে অন্তর থেকে ঘৃণা করে। লাভলেস বিয়ের প্রস্তাব করলে ক্ল্যারিসা তা প্রত্যাখ্যান করে। ক্ল্যারিসা পালিয়ে গিয়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করে। সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে সে লিখেছিল যে, সে তার পিতার কাছে যাচ্ছে। পরে বোঝা গেল পিতার অর্থ পরম পিতা, যার কাছে সবচেয়ে অসহায় এবং অক্ষমেরাই আশ্রয় পায় ।
The Age Of Sensibility
The Age of Sensibility (1745-1785 ) নব্যধ্রুপদী যুগের ভারসাম্য, সংযম এবং পরিপূর্ণতার (Neoclassical balance, restraint and perfection) পরিবর্তে ইন্দ্রিয়পরায়ণতার যুগে প্রবৃত্তি, অনুভূতি এবং মূল প্রতিভা (instinct, feeling and original genius) বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে উঠে। ইন্দ্রিয়পরায়ণতার যুগকে Pre-romantic বা The Age of Transition (যুগ সন্ধিক্ষণ) হিসেবে গণ্য করা হয়। এই যুগ The Age of Johnson হিসেবেও বিবেচিত হয়।
Samuel Johnson (১৭০৯ - ১৭৮৪ খ্রি.)
স্যামুয়েল জনসন ছিলেন একাধারে প্রাবন্ধিক (essayist), সাহিত্য সমালোচক (literary critic), কবি (poet), জীবনীকার (biographer), অভিধান প্রণেতা (lexicographer)। তিনি সর্বপ্রথম ইংরেজি অভিধান প্রণয়ন করেন। ড. জনসন (Dr. Johnson) নামেই তিনি সর্বাধিক পরিচিত । ১৭৩৮ সালে জনসন 'London' নামে একটি বিখ্যাত কবিতা রচনা করেন। ড. জনসনের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম-
Dictionary | A Dictionary of the English Language (1755) |
Play | Irene, 1749 (আইরিন) |
Novel | Resselas, Prince of Abyssinia (1759) |
Essay | Preface to Shakespeare |
The Lives of Poets |
Thomas Gray (১৭১৬ - ১৭৭১ খ্রি.)
টমাস্ গ্রে' লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক ছিলেন। শোকসঙ্গীতের (Elegy) সেই বিখ্যাত কবিতা “Elegy Written in a Country Churchyard” এর জন্য তিনি অমর হয়ে আছেন। তাঁকে Graveyard Poet বলা হয় ।
Elegy Written in a Country Churchyard ৩২টি স্তবকের কবিতাটি গ্রাম্য লোকদের মৃত্যু ও তাদের কবরস্থানকে আশ্রয় করে রচিত। কবিতায় গ্রাম্য জীবনে জন্ম নেওয়া অনেক প্রতিভার অনাদরে ঝরে যাওয়াকে কবি বন্য ফুল ফুটে ঝরে যাওয়ার সাথে তুলনা করেছেন (Full many a flower is born to blush unseen, And waste its sweetness in the desert air)। গ্রে শোক প্রকাশের সময় বেছে নিয়েছেন সন্ধ্যাবেলাকে। কবিতার শেষে সমাধিলিপির (Epitaph words that are written on gravestone) কথা বলা হয়েছে, সেখানে অর্ধশিক্ষিত গ্রাম্য লিপিকার মৃতজনদের জন্য মহান ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করে সমাধিলিপি রচনা করেছেন ।
Quotation: 'Where ignorance is bliss, it is folly to be wise'
(Ode on a Distant Prospect of Eton College)
Oliver Goldsmith (১৭২৮ - ১৭৭৪ খ্রি.)
ওলিভার গোল্ডস্মিথ ছিলেন একজন প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার ও কবি। গোল্ডস্মিথ তাঁর কবিতায় প্রকৃতিপ্রীতি, মানবপ্রেম ও আধ্যাত্মিক অনুরাগের কথা ব্যক্ত করেছেন । তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
Poem | The Traveller, 1764 (দ্য ট্রাভেলার) |
The Deserted Village, 1770 (দ্য ডেজার্টেড ভিলেজ) | |
A Prospect of Society (এ প্রসপেক্ট অব সোসাইটি) | |
Novel | The Vicar of Wakefield (দ্য ভাইকার অব ওয়েকফিল্ড) |
Play | The Good-natured Man, 1768 (দ্য গুড নেচারড ম্যান) |
She Stoops to Conquer, 1773 (শী স্ট্রপস্ টু কঙ্কার) |
She Stoops to Conquer নাটকটিতে হার্ডক্যাশল (Mr. Hardcastle) এর মেয়ে (Miss Kate Hardcastle) কাহিনির নায়িকা। নায়ক মার্লো (Charles Marlow) লাজুক স্বভাবের। তবে মদের দোকানের মেয়েদের সাথে তার নিঃসংকোচ মেলামেশা। কুমারী হার্ডক্যাশল এর সাথে তার বিবাহ ঠিক হয়েছে । মানসীকে দেখার জন্য মার্লো তার বন্ধু হেস্টিংস (George Hastings) এর সাথে উপস্থিত। পথ ভুলে একটা সরাইখানায় তারা এসে পড়েছে। তখন হার্ডক্যাশল এর প্রথম পক্ষের ছেলে টনি ল্যাম্পকিন (Tony Lumpkin) হার্ডক্যাশলদের বাড়িটিকে শ্রেষ্ঠ হোটেল বলে পরিচয় দেয়। তারপর ভুল বুঝাবুঝির পালা । মার্লো তার হবু শ্বশুর হার্ডক্যাশলকে মনে করল হোটেলের কর্তা । কুমারী হার্ডক্যাশলকে ঝি মনে করে তার সাথে একটু বাড়াবাড়ি শুরু করে দিল। মার্লোর বাবা আসাতে সব জট খুলে গেল। মার্লো লজ্জায় জড়সড়। কুমারী হার্ডক্যাশল নীচু (Stoops) হয়ে স্বামীকে জয় (Conquer) করেছিল।
Edmund Burke (১৭২৯ - ১৭৯৭ খ্রি.)
এডমন্ড বার্ক আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পার্লামেন্টেরিয়ান, সুবক্তা (Orator) এবং দার্শনিক (Philosopher)। বার্ক পড়াশুনা করেন ডাবলিন বিশ্ববিদ্যালয়ে। তাঁর অধিকাংশ প্রবন্ধই ছিল সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে রচিত । তিনি আমেরিকান অধিবাসীদের ওপর করের বোঝা আরোপের তীব্র প্রতিবাদ করেছিলেন এবং বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। বার্ক ফরাসি বিপ্লবকে (French Revolution) সমর্থন করেন নি। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম নিম্নরূপ-
Essay | Speech on American Taxation (1774) |
Speech on Conciliation with America (1775) | |
Reflections on the Revolution in France (1790) | |
Speech on East India Bill |
William Blake (১৭৫৭ - ১৮২৭ খ্রি.)
উইলিয়াম ব্লেইক ছিলেন একাধারে কবি (Poet), যাজক (Priest) ও চিত্রকর (Painter)। তাঁকে কখনও স্বপ্নচারী কবি (Visionary Poet), কখনও বাইবেলের কবি (Poet of Bible) বলা হয়। তিনি ছিলেন রোমান্টিসিজম এর অগ্রদূত (The precursor of Romanticism)। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ নিম্নরূপ-
Poetry | Songs of Innocence (সরলতার সঙ্গীত, ১৭৮৯) |
Songs of Experience (অভিজ্ঞতার সঙ্গীত, ১৭৯৪) |
Songs of Innocence হল উইলিয়াম ব্লেইক এর শিশুতীর্থের উদ্দেশ্যে যাত্রা । প্রীতি, বিশ্বাস, আশা এবং আনন্দ যেন প্রত্যেকটি কবিতায় মূর্ত হয়ে উঠেছে। এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ‘Infant Joy' কবিতায় ক্রোড়ে শিশুকে পেয়ে মায়ের আনন্দোদ্বেল হৃদয়ের প্রকাশ পেয়েছে। 'A Cradle Song' এ রয়েছে শিশুর জন্য মায়ের ব্যাকুলতা। ‘The Chimney Sweeper' এ শিশু উৎপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ। এ কবিতায় কালো চামড়া আর সাদা চামড়ার ছেলেদের সমান দাবির বলিষ্ঠ ঘোষণা। এছাড়াও Songs of Innocence এর উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে- ‘The Shepherd', The Lamb', ‘The Divine Image', 'Holy Thursday', 'The Little Boy Lost', 'The Little Boy Found’, ‘Nurse’s Song', 'Spring', A Dream', etc. প্রত্যেকটি কবিতায় কবি সরল শিশুর অনাবিল অভিব্যক্তি প্রকাশ করেছেন ৷
Songs of Experience এ কবির মোহমুক্তির প্রকাশ ঘটেছে। এই কবিতাগুলোতে আনন্দের পরিবর্তে বিষাদের আভাস। ‘The Garden of Love' কবিতায় পুরোহিতেরা কী করে পৃথিবীর নন্দন কাননকে শ্মশানভূমিতে রূপান্তরিত করেছে তারই করুণ কাহিনি চিত্রিত হয়েছে। 'A Poison Tree ' তে মানুষের মুখে হাসি আর বুকে বিষের চিত্র তুলে ধরা হয়েছে। ‘The Everlasting Mercy' তে ব্লেইক চার্চ ও ধর্মযাজকদের উর্ধ্বে যে কাঁটার মুকুটপরা যিশু রয়েছেন তারই উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন । ‘Auguries of Innocence' এ কবি ক্ষুদ্র বালুকণার মধ্যে ভূমির দর্শন পেলেন, জলের বিন্দুর মধ্যে অসীমের ব্যাপ্তি খুঁজে পেলেন। এছাড়াও Songs of Experience এর উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে- ‘Earth's Answer', 'The Little Girl Lost', 'The Little Girl Found’, ‘The Angel’, ‘The Tyger', 'The Little Vagabond', 'London', ‘The School Boy', ‘The Voice of the Ancient Bard, etc.
The Schoolboy কবিতাটি Songs of Experience কাব্য থেকে নেওয়া। কবিতায় বিষয়বস্তু- আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা ও শিশু মনের অনুভূতি। শিশুরা স্বাধীনতাপ্রিয়, গ্রীষ্মে উষ্ম আভায় নিজেকে উম্ম রাখতে চায় সারাদিন কিন্তু আমাদের প্রচলিত নিয়মে তাদের স্কুলে যেতে হা এবং পাখি যেমন খাঁচায় সীমাবদ্ধ (a caged bird) থাকে, তেমনি শিশুদেরও সারাদিন স্কুলের কঠোর নিয়মের মধ্যে নিরানন্দ ভাবে পার করতে হয়। কবির ভাষায়-
“But to go to school in a summer morn,
O it drives all joy away!
Under a cruel eye outworn,
The little ones spend the day
In sighing and dismay."